পাকিস্তান জিন্দাবাদ বাংলার মাটি জিন্দাবাদ
লিখেছেন লিখেছেন জিয়া্ মির্জা ১৮ ডিসেম্বর, ২০১৩, ১০:২৬:২১ রাত
♥আমরা কেবল ৭১ এর বিকৃত ইতিহাস.পড়ে পাকিস্তানকেই ঘৃণা করতে শিখেছি।
অথচ একবার চিন্তাও করার বা
জানার প্রয়োজন বোধ করিনি যে
যুদ্ধে পাকিস্তানের জনগন কোন মতে ছিল??
এই যুদ্ধে পাকিস্তানের সাধারণ
জনগনের কোন হাত ছিলনা,
তারা যুদ্ধের বিরোধিতা করেছিল
কারণ যুদ্ধ হলেই দেশ ভাগ হয়ে যাবে।
এদেশের আলেম ওলামাগণও এই যুদ্ধ
চায়নি কারণ যুদ্ধ মানেই দেশ ভাগ।
তারা বুঝে গেছিল বাল ভারতের এজেন্ট,
ক্ষমতায় গিয়ে ভারতের হাতে দেশ তুলে দিবে।এই দেশটাকে চুষে খাবে ।
(তারা ৪২বছর আগেই বুঝে গিয়েছিলো
ভারতের চাল কে)
এরপর ইয়াহিয়ার কিছু সেনা সাধারণ মানুষের
উপর হত্যাযজ্ঞ চালায় কিন্তু এই প্রস্তাবনায়
মুসলিম সেনা ফিরে যায় এবং চাকরি ছেড়ে
দেয় কারণ তারা চাইতনা যুদ্ধ হোক।
পাক সেনা যখন কমে গেল তখন ভারত যোগ দেয়।
এরপর ভারত সাথে সাথে ইয়াহিয়া খানকে
হুমকি দিল পাকিস্তান দখল করার জন্য
এতে কোন লাভ হয়নি। আবার ওইদিক
থেকে আমাদের উপর এসব অত্যচারের
কারণে পাকিস্তানের সাধারণ জনগন
ইয়াহিয়া খানের বিরুদ্ধে প্রতিবাদ করে
“পুর্বে আমাদের ভাইদের হত্যা করা বন্ধ করো”
অনেকেই ভেবেছে হেরে গিয়ে আত্মসমর্পণ
করেছে এটা সম্পূর্ণ ভুল, পাকিস্তানের জনগনের
চাপেই এইসব বন্ধ করতে বাধ্য হয়েছে।
কারণ সেদিন ৯৩ হাজার পাক সেনা ছিল
আর ভারতের নাপাক সেনা ছিল মাত্র
কয়েক হাজার। ইচ্ছা করলে ভারতের
সেনা উড়িইয়ে দিতে পারতো।
পাকিস্তানের সাধারণ নাগরিক আমাদের
এখনও নিজেদের ভাইদের মতই দেখে,
যারা প্রবাসে আছে তারা দেখবেন
পাকিস্তানের ভাইয়েরা আমাদের
সাথে কিরুপ আচরণ করে।
দেশটা আলাদা হতে পারে কিন্তু
পাকিস্তানের চোখে এখনও আমরা ভাই।
আর সবচেয়ে বড় কথা বর্তমান
পাকিস্তানের জনগন পূর্বের ইতিহাসের
জন্য লজ্জিত কারণ এতে তাদের কোন দোষ নেই।
আজকে বাংলাদেশে যেমন হাসিনা ক্ষমতার মোহে আমাদের জামাত বিএনপি জাতিয় পার্টির উপর অত্যাচার করছে অথচ আমাদের কিছুই করার নেই ঠিক সেরকম
ইয়াহিয়া খান আমাদের উপর
এসব করেছে তাদের কিছুই করার ছিলনা।
অপরদিকে দেখবেন এই বেঈমান ভারত
প্রবাসে আমাদের সাথে কিরুপ আচরণ করে।
ভারত আমাদের সাথে কুকুরের মত আচরণ করে।
কি ভাবছেন সব বানিয়ে বানিয়ে গাঁজাখুরি গল্প বলছি। না ভাই দুই দিন আগের ভারতের ইন্ডিয়ান টাইমস পত্রিকা পড়েন ।বিস্তারিত পাবেন।
বিজয় দিবসের ইতিহাস এবং
উদযাপন নিয়ে ভারতের প্রভাবশালী
পত্রিকা “টাইমস অব ইন্ডিয়া” যা লিখেছে
তার একাংশের বঙ্গানুবাদ এখানে উল্লেখ করলামঃ
“১৯৭১ সালের এই দিনে পাকিস্তান ও
ভারতের মধ্যকার যুদ্ধের ইতি ঘটে
ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণের
মাধ্যমে, ভারত এ যুদ্ধে জয়লাভের কারণে
পাকিস্তান তাদের যুদ্ধচুক্তি অনুসারে পূর্ব
পাকিস্তানকে স্বাধীনতা দেয়। এরই
ফলশ্রুতিতে জন্ম হয় বাংলাদেশের”।
আসলে বাংলাদেশ আর পাকিস্তানের
মধ্যে যুদ্ধ হোক, তৎকালীন সময়ের
কেউই এটা চায় নি,
দেশে যে যুদ্ধ সংগঠিত হউক,
এটা শেখ মুজিবও চায় নি,
সে চেয়েছিলো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে,
কিন্তু ৭০ এর নির্বাচনে পাকিস্তান যখন
বাংলার মানুষের সাথে কারচুপি শুরু করলো,
ঠিক তখনই মোক্ষেম সুযোগটা গ্রহন করলো ভারত।
যুদ্ধটা সংগঠিত হওয়ার মূল কারন
হাসিনার মত জালিম সরকার ইয়াহিয়া খান
ও তার দলবলের অত্যাচার। যুদ্ধটা শুধুই চক্রান্ত।
পাকিস্তানি শাষকরা (নট জনগন )রক্ত চুষে খেয়েছে ২৪ বছর আর রেন্ডিয়া রক্ত চুষে খেয়েছে খাচ্ছে আর খাবে আজীবন।
ফাক রেন্ডিয়া
বিষয়: বিবিধ
১৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন