টেলিভিশন কেন্দ্রগুলো তাদের স্বাধীনতা হারিয়েছে

লিখেছেন লিখেছেন ির্যাতন ২৪ জানুয়ারি, ২০১৪, ০৩:৩৯:৪৭ দুপুর



টেলিভিশনের টক-শো ছিল আমাদের প্রাণ কেন্দ্র। বর্তমান রাজনৈতিক অবস্হার প্রেক্ষিতে টিভি টকশোগুলোর মাধ্যমে আমরা স্বাধীনতার স্বাদ পেতাম। আমরা অনেক কিছু জানতে এবং বুঝতে পারতাম।

টকশোগুলো খুবই জনপ্রিয় ছিল। কিন্তু এখন টকশোগুলোর আর কোন আকর্ষন নেই। মনে হয় টেলিভিশন কেন্দ্রগুলো তাদের স্বাধীনতা হারিয়েছে।

একটা কথা মনে রাখা দরকার যে যখন প্রাইভেট টেলিভিশন কেন্দ্রগুলো শুরু হয়েছিল তখন স্বাধীনতার জন্য তাদের সংগ্রাম করতে হয়েছিল। আমাদের টেলিভিশন চ্যানেলগুলো অত্যন্ত উন্নত মানের হয়েছিল। যে কোন বিষয়ে মানুষের স্বাধীনতা থাকলে উন্নতি হয়। BD Tv Click Here

কিন্তু এখন স্বাধীনতা হারানোর জন্য তারা আবার পিছিয়ে পড়বে। এখন বাংলাদেশের খবর জানতে আমাদের বিবিসি বাংলার ওয়েব পেইজ দেখতে হয়।

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এর বদলে দেখতে হয় বিবিসি, সিএনএন এবং আলজাজিরা।

আমরা আশা করবো যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো তাদের অতীতের গৌরব আবার ফিরিয়ে আনবে এবং আমরা আবার বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেখতে পারবো।

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166732
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
হলুদ রঙ মেঘ লিখেছেন : হলুদ সব সবুজ হও
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০১
120832
হতভাগা লিখেছেন : হলুদ সব সবুজ হও

হলুদ রঙ মেঘ > সবুজ রঙ মেঘ
166739
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫০
121517
ির্যাতন লিখেছেন : অনেক ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫০
121518
ির্যাতন লিখেছেন : অনেক ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫০
121519
ির্যাতন লিখেছেন : অনেক ধন্যবাদ
166759
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১২
শিশির ভেজা ভোর লিখেছেন : আমরা আশা করবো যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো তাদের অতীতের গৌরব আবার ফিরিয়ে আনবে এবং আমরা আবার বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেখতে পারবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File