একের ভিতর সব পাইবেন কমেন্ট না দিয়া কই যাইবেন?

লিখেছেন লিখেছেন ির্যাতন ০৯ জানুয়ারি, ২০১৪, ১১:৪০:৪১ সকাল



ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ। আসুন সবাই মিলে ধর্ষণ প্রথা কে এগিয়ে নিয়ে যাই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাই ওই ধ্বংসাত্মক ভবিষ্যতের দিকে। যে দিকে আছে কেয়ামত।

আপনারা কে কে বাংলার সিনেমাতে ধর্ষণের দৃশ্য দেখেছেন ?!

ধর্ষণ পার্ট ১ - এক অন্ধকার রাতে এফডিসির কোন এক অন্ধকার গলিতে ভিলেন নায়িকাকে একা পেয়ে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। অনেক ধস্তাধস্তির পর, ছেঁড়া ফাটা অর্ধনগ্ন দেহ নিয়ে নায়িকা দৌড়াতে থাকে, তারপর নায়িকের সাথে ধাক্কা। অতঃপর নায়ক কর্তৃক ভিলেনের ধোলাই, মিনিট পাঁচেক চলে ঢিসুম ঢুসুম।

ধর্ষণ পার্ট ১ - নায়ক সাহেব ভিলেনের হাত থেকে নায়িকাকে বাঁচিয়ে সৃষ্টি করলো বাংলার "ক" প্রেম। অতঃপর শুরু হয় নায়ক কর্তৃক নায়িকার হালাল তরিকায় ধর্ষণ। অর্থাৎ ভিলেন আর নায়কের মধ্যে তফাৎ হচ্ছে এটুকুই যে, ভিলেন জোর করে ধর্ষণ করে আর নায়ক ভালোবেসে ধর্ষণ করে।

অবলা অসহায় নায়িকা চিরকালই ধর্ষিত। আর এই সিনেমার দর্শক সর্বদাই দর্শন করেই আনন্দিত ও বিনোদিত।

শুধু যে বাংলার সিনেমাতে এমনটা তা না। আজ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও চলছে সিনেমা। চলছে শুটিং, চলছে ডাইলগ বাজি। সরকার ও বিরোধী দলের মধ্যে তফাৎ একটাই| একদল দেশকে জোর করে ধর্ষণ করছে, আরেকদল দেশকে ভালোবেসে ধর্ষণ করছে। কিন্তু অবলা অসহায় এই বাংলাদেশ চিরকালই ধর্ষিত। আর জনগণ দর্শক হয়ে, শুধু দর্শন করেই বিনোদিত।

বিষয়: রাজনীতি

১৯৫৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160678
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
সিকদারর লিখেছেন : স হমত।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
121527
ির্যাতন লিখেছেন : ধন্যবাদ
160681
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
ফয়সাল আবেদীন লিখেছেন : ভুল বলেছেন বিনোদিত নয় এখন জনগন এই দৃশ্য দর্শন করে করে অতিষ্ট ।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
121528
ির্যাতন লিখেছেন : হাহাহাহাহা সত্যি বলেছেন
160683
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৮
ির্যাতন লিখেছেন : শুধই কি অতিষ্ট হলেই চলবে? এর প্রতিকার কিছু একটা করা দরকার বলে কি মনে হচ্ছে না কারো?
160685
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৪
হতভাগা লিখেছেন : ধর্ষক কতৃক ধর্ষন দর্শনে বিনোদিত দর্শক
160695
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
আলোকর্বর্তিকা লিখেছেন : মিরজাফরের কারনে ২০০ বছর র্ধষণ করল ইংরেজেরা। তারপর করল পাকিস্তানীরা আর এখন এদেশীয় ভাদারা ধর্ষণ করছে।
সত্যিই দেশটা খুবই অসহায়!!!
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৯
121529
ির্যাতন লিখেছেন : Waiting
160704
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৫
ির্যাতন লিখেছেন : এ অসহায়ত্ত দূর করার কোন উপায় নেই কি আমাদের ? :(
160721
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২০
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : সবাই যখন ধর্ষক, তখন ধর্ষনের পরিনাম আমাদেরই ভোগ করতে হবে এখন, প্রস্তুত হও- সামনে কাঁটাপথ
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
115149
ির্যাতন লিখেছেন : Already আমরা ভুগছি ফারুক ভাই :(
160740
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২১
শিশির ভেজা ভোর লিখেছেন : মারাত্মাক কিসিমের ভালো লাগলো পোষ্টা। থেংকু থেংকু
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
115148
ির্যাতন লিখেছেন : আপনার প্রশংসার জন্য ধন্যবাদ Happy আশা করি আরও ভাল লেখা দিতে পারবো Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File