অবরোধের মইধ্যে হরতাল!
লিখেছেন লিখেছেন আল হোছাইন ০৪ জানুয়ারি, ২০১৪, ১২:৪৩:৫৪ দুপুর
*হূনছোস? অবরোধের মইধ্যে হরতাল দিছে?
-হ! হূনছি! রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুইক্কা গ্যাছে! ভোট ছাড়া ইলেক্সন হইতাছে!!
*আর কী হূনছোস?
-হূনছি! তারেক কাকু নাকি লন্ডনে বসে ইংল্যান্ড থেকে ভাষণ দিছে!
*ওমা! কস কি?
-আরো হূনছিতো!
*কী?
-হাছিনা আপু নাকি জনগন ও গনতন্ত্রের স্বার্থে হাফ-জোটিয় নির্বাসন করতাছে!
*সব সম্ভবের দেশে অসম্ভব কিচ্ছু নেই! আর কিছু?
-হ! খালেদা আপুরে নাকি বালির টেরাক দিয়া নিরাপত্তা দেওয়া হইতাছে, এরশাদ কাকুরে নাকি চিকিৎসার জন্য আটকে রেখে গলফ খেলতে দেওয়া হইছে!
*তুমি তো দেখি অনেক কিছুই হুনছো! আমাদের তথ্যবাবা সম্পর্কে কিচ্ছু হূননি?
-হূনছি না মানে! স্বপ্ন বাবার নাতি তথ্যবাবার কাছে তথ্য আছিল- লীগ আবার ক্ষেমতায় আইবো!
*ত! আইবোইতো!!
-না! না!! আইবোনা!!! তারছে কও- থাইবো! কারণ আইতেতো ভোট অওন লাগবো, এইটাতো এমন এক ভোট যেখানে হামিদ, হাছিনা, খালেদা, রাকিবুল কেউই ভোট দিবনা!
*খালেদা দিবনা বুঝলাম, কিন্তু হামিদ, হাসিনা, রাকিবুল দিবনা ক্যারে ?
-গনতন্র শক্তিশালী করনের লাইজ্ঞা তাগো ভোট চুরি করা হইছে!
*রাষ্ট্রপতি, প্রধাণমন্ত্রী ও সিইসির ভোট চুরি?!
-হ! চুরি!! তারাতো কালকে ভোট দিবার পারবোনা!!! তো চুরিনা আর কী!
*তারা যদি দিবার না পারে আমারটা নিয়ে চিন্তা কইরা লাভ কী?
বিষয়: রাজনীতি
১৩৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন