দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশী সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানাতো বাঁধা নেই!!
লিখেছেন লিখেছেন আল হোছাইন ১২ ডিসেম্বর, ২০১৩, ১২:২৫:০৫ রাত
দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশী সবাই,
মুসলিম বলে আমাদের কোনো সীমানাতো বাঁধা নেই!!
গতকাল কাদের মোল্লার ফাসির প্রতিবাদে টুইটারে ঝড় তুলেছিলো তুর্কি তরুনেরা,মাত্র একদিনে ৩লক্ষ বার হিট করে।
আবদুল কাদের মোল্লাকে বিচারের নামে খুন করার চেষ্টা করা হচ্ছে" বলেছেন যুগশ্রেষ্ট ইসলামী চিন্তাবিধ ইউসুফ আল কারযাবী ।
এর আগে মিশরে রাবেয়া স্কয়ারে গনহত্যার প্রতিবাদে,আমোরা সহ সারা মুসলিম বিশ্ব প্রতিবাদ করেছিলাম।
মিশরে মুসলমানদের উপর অত্যচার হলে আমাদের প্রাণ কাঁদে, ফিলিস্তিনের মা-বোনেরা নির্যাতিত হলে মনে হয় আমার মা বোনই নির্যাতিত হচ্ছি। কাশ্মিরের ভাই-বোনদের কষ্ট আমারই কষ্ট। যেখানেই মানবতা লাঞ্ছিত সেখানেই আমরা প্রতিবাদ করি।
দেশ পরিচয়ে আমরা পরিচিত নয়,আমাদের পরিচয় মুসলিম,প্রয়োজনে আমরা সারা বিশ্ব এক আত্মা,এক দেহ। হাদিসে এসেছে- মুসলমানেরা একটি শরীরের ন্যায়। যখনই এর কোনো অংগ-প্রত্যঙ্ঘ অসুস্থ হবে পুরো শরীরই কষ্ট পাবে।
সুতরাং মুসলমান ভাই-বোনদের খুশিতে খুশি হওয়া ও তাদের কষ্টে কষ্ট অনুভব করা ও কষ্ট লাঘবে চেষ্টা করা আমাদের সকলেরই ইমানী দায়িত্ব।
বিষয়: আন্তর্জাতিক
১৩৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন