সব সমস্যার সমাধান, দিতে পারে আল কোরআন

লিখেছেন লিখেছেন আল হোছাইন ০১ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৪:২৯ সকাল

কোরআন মানব জাতির জন্য স্রষ্টা প্রদত্ত একমাত্র সংবিধান। জীবনের ছোট-বড় প্রতিটি সমস্যার সূনিপুন সমাধান রয়েছে পবিত্র কোরআনে। নিন্মের কাল্পনিক কথোপকতনটি আমাদের সিদ্বান্তের পক্ষে ছোট্র একটি প্রমাণ।

-আমিঃ আমি জীবনে অনেক পাপ করেছি!

-আল্লাহ তায়ালাঃ আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করতে পারে? (সুরা আলে ইমরান,৩;১৩৫)

-আমিঃ আমি জীবনে অনেক সমস্যায় জর্জরিত!

-আল্লাহ তায়ালাঃ আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তিনি তার সমস্যা সমাধানের -ব্যবস্থা করে দেবেন। (সূরা আত-তালাক; ৬৫;২)

-আমিঃ আমাকে পরিত্যাগ করোনা!

-আল্লাহ তায়ালাঃ তোমরা আমাকে স্বরণ করো আমি তোমাদের স্বরণ করবো। (সূরা বাক্বারা- ২;১৫২)

-আমিঃ আমার জীবনের লক্ষ্যে আমি সফল হতে চাই।

-আল্লাহ তায়ালাঃ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সূরা গাফির, ৪০;৬০)

I said: My sins are so many!

- Allah said: "And who can forgive sins except Allah?”Surah Al Imran (3:135)

- I said : Do not leave me!

- Allah said: "So remember Me, I will remember you.”Surah Baqarah (2:152)

- I said : I'm facing a lot of difficulties in life!

- Allah said: "And whoever fears Allah? He will make for him a way out."Surah Al Talaq (65:2)

-I said: I have many dreams that I want to come true!

- Allah said: "Call upon me; I will respond to you.”Surah Ghafir (40:60)

তাইতো বলতেই হয়, “সব সমস্যার সমাধান- দিতে পারে আল কোরআন”।

বিষয়: Contest_mother

২৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File