ফেসবুক
লিখেছেন লিখেছেন আল হোছাইন ৩০ নভেম্বর, ২০১৩, ১১:৫০:৪৭ রাত
রাজনীতিতে ফেসবুকীয় প্রভাব আছে, জঠিল ও কঠিণ প্রভাব। ইদানিং এর প্রভাব বাড়ছে এবং বাড়ছেই!
চুরি, মিথ্যা ও প্রতারণা বাংলাদেশের রাজনীতির অন্যতম তিন স্তম্ভ, এই স্তম্ভ গুলো ফেসবুকের কারণে হালকা থেকে হ্লকাতর হচ্ছে। শাহবাগে বাসে আগুণ দেওয়ার গোমড় ও রিজবি গূমের পরিকল্পনা ফাঁসকরণ, শাহবাগ আন্দোলন, স্কাইপ কেলেংকারি, মতিঝিল হত্যাযজ্ঞ ও ম্যান্ডেলার হাতে বঙ্ঘবন্ধুর বইয়ের রহস্যউদঘাঠণ ইত্যাদি সব ফেসবুকের অবদান।
রামুতে বৌদ্ধদের উপর হামলা, থাবা বাবাদের জন্ম, আমার প্রিয় নবী (সাঃ) এর অবমাননা আরো কত কি সব ফেসবুকেরি কারণে।
হাজার-হাজার ছেলে-মেয়েকে লেখক, সমালোচক হিসেবে গড়ে তুলতে ফেসবুকের যেমন অবদান আছে, তেমনি লক্ষ-লক্ষ ছেলে-মেয়ের অবৈধ প্রেম, বকে যাওয়া বা সেক্স বিষয়ে ইঁচড়ে পাকা করণে ফেসবুকের দায় অনস্বীকার্জ।
সুতরাং বলব- অসংখ্য খারাপের ভেতর থেকে ভালোকে বাঁছাই করতে পারা ও সত্যের উপর অটল থাকতে পারার যোগ্যতাই একজন ফেসবুকারকে স্ফলতা এনে দিতে পারে ।
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন