ফেসবুকে শুধুমাত্র এক শব্দের নাম ব্যবহার করবেন যেভাবে
লিখেছেন লিখেছেন আহমেদ ফয়সাল ০৮ নভেম্বর, ২০১৪, ০৪:২৩:০০ বিকাল
আমরা সবাই জানি যে ফেসবুকে লাস্ট নেম ফাস্ট নেম দিতে হয় আর্থাত ২ টা নাম অবশ্যই দিতে হয় এইটাই ডিফল্ট নিয়ম। কিন্তু আপনি ইচ্ছা করলে শুধু একটি নাম দিতে পারবেন । তাই আর কথা না বাড়িয়ে কাজ এ আসি ।প্রথমে আপনি ফেসবুকের Account setting এ যান । তারপর নিচের দিকে Language অপশন থেকে language চেঞ্জ করুন English(us) থেকে Bahasa Indonesia সিলেক্ট করে সেভ করুন। এ পর্যন্ত মিনিমাইজ করে রেখে দেন আপাতত।তারপর আপনি আপনার পিসির কন্ট্রোল পেনেলে যান সেখানে Internet Option এ ক্লিক করুন ।
নিচের মত ছবি আসবে ।
তারপর আপনি যে কানেকশন ইউজ করেন অর্থাৎ ল্যান হলে নিচের মত ল্যান সেটিং এ ক্লিক করুন আর ডায়াল আপ হলে ডায়াল আপে ক্লিক করুন তারপর নিচের মত আইপি এড্রেসে 202.90.198.78 অথবা 202.138.232.114 এন্ড পোর্টএ 8080 বসান এবং ওকে ক্লিক করে সেভ করুন । এছাড়াও Google-এ Indonesia IP লিখে সার্চ দিলেও অনেক আইপি এন্ড পোর্ট পাবেন। এই সমগ্র প্রোসেসটির জন্য আপনার শুধুমাত্র ইন্দোনেশিয়ার আইডি, প্রোক্সির দরকার। কেননা, ইন্দোনেশিয়ানদের নামের শেষের অংশটুকু অর্থাৎ লাস্ট নেম অনেক সময়ই বেশ দীর্ঘ হয়ে থাকে। এ করনে ফেসবুক ইন্দোনেশিয়ানদের এ সুযোগ দিয়ে থাকে।
আপনি যদি কম্পিউটারের ইন্টারনেট অপশনের আইপি পরিবর্তন করতে বিব্রত বোধ করেন তাহলে ব্রাউজার (মজিলা ফায়ার ফক্স) এর Option এ যাবেন, তারপর Advance এর ক্লিক করলে প্রথমেই Settings পাবেন। Settings এর ক্লিক করে বক্সে আইপি ও প্রোক্সি বসান। ঠিক এই চিত্রের মত-
প্রাথমিক কাজ শেষ
তারপর আবার ফেসবুকের account setting page এ যান । এখানে ১ম ঘর টাতে আপনি যে সিংগেল নামে নাম চেঞ্জ করতে চান তা দেন এবং বাকি ২ টা ঘর খালি রাখুন । এরপর অল্টার নাম দিলে দিতে পারেন না দিলে নাই । তারপর পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ড দিয়ে simpan parubahan বাটনে ক্লিক করুন। ঠিক নিচের চিত্রের মত-
তারপর আগের মত ল্যংগুয়েজ টা ইংলিশ করে দিন। এবার দেখুন আপনার নামটা সিঙ্গেল হয়ে গেছে ।
মুলত এখানে মুল কাজটা হচ্ছে ল্যাংগুয়েজ এবং প্রক্সিটা চেঞ্জ করে নাম টা চেঞ্জ করে নেওয়া।
কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন- Ahmed
বিষয়: বিবিধ
২১৮১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন