চাকরীর লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা
লিখেছেন লিখেছেন আহমেদ ফয়সাল ০৭ ডিসেম্বর, ২০১৩, ০৭:৪১:৫৬ সন্ধ্যা
দক্ষ/অদক্ষ পুরুষ/মহিলা অফিসিয়াল পদে সরাসরি নিয়োগ। বেতন উচ্চমানের, পদ অনুযায়ী ষোল থেকে আঠার হাজার টাকা বেতন প্রদান। টিএ/ডিএ, ঈদ বোনাস ও হাজিরা বোনাস দেওয়া হবে। থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। এই লোভনীয় বিজ্ঞাপনের সাথে সবাই কম বেশী পরিচিত। এখানে উল্লেখ করার করান, এগুলো কোন চাকরির আসল বিজ্ঞাপন নাকি প্রতারনা? আমাদের দেশের প্রায় সব মিডিয়াতেই এসব প্রতারনামূলক বিজ্ঞাপন প্রচার করে আসছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে বাসা বা অফিস ভাড়া করে এক শ্রেনীর প্রতারক চক্র বিভিন্ন পত্র-পত্রিকায়, পোষ্টার, লিফলেট ও বিভিন্ন ওয়েব সাইটে বিজ্ঞাপন দিয়ে প্রতারনা চালিয়ে যাচ্ছে। এই সব প্রতারকেরা সংখ্যায় অল্প হলেও প্রতারনার শিকারের সংখ্যা হাজার হাজার। গ্রামের বেকার যুবকের পাশাপাশি শহরের অল্প শিক্ষিত বেকার যুবক, মধ্য বয়সের ব্যক্তিরা এদের দ্বারা প্রতারিত হচ্ছে। পাশাপাশি শহর গ্রামের অল্প শিক্ষিত যুবতীরাও এদের প্রতারনার ফাঁদে পা দিচ্ছে প্রতিনিয়ত। এদের প্রথম টার্গেট থাকে গ্রামের বেকার যুবকদের উপর। বিজ্ঞাপনে এদের ঠিকানা বেশী ক্ষেত্রেই থাকে না, শুধু মোবাইল নম্বর থাকে।
তারা একটি সুসজ্জিত কক্ষে প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে থাকে। বেশি ভাগ ক্ষেত্রেই ওভার স্মার্ট নারীদের দ্বারা ইন্টারভিউ নিয়ে থাকে। প্রথমে তারা প্রশিক্ষনকালীন বেতন এর কথা বলবে। এর পরে দুই মাসের প্রশিক্ষন শেষে ষোল থেকে আঠার হাজার বেতনের লোভ দেখাবে। এক্ষেত্রে তিন-চারশত রেজিষ্ট্রেশন করতে হবে বলে জানিয়ে থাকে। কখনো কখনো প্রশিক্ষনকালীন থাকা, কোম্পানী থেকে মোবাইল, ল্যাপটপ, ভিজিটিং কার্ড করার জন্য, কম্পিউটার, অভিজ্ঞতা কিংবা শিক্ষাগত যোগ্যতার সনদ বানাতে হবে বলে হাতিয়ে নিচ্ছে তিন- চার হাজার টাকা।
এছাড়াও কোন ভূক্তভোগী যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করে তাহলে নারী ঘটিত মামলা বা সন্ত্রাসী দ্বারা মারপিটের হুমকি দিয়ে থাকে। সমাজ ও লোক লজ্জার ভয়ে এবং মান মর্যাদার কথা চিন্তা করে চুপে যায়। এরা অনেকটা প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে সমাধা করছে অসৎ কার্যকলাপ। অনেক ক্ষেত্রে প্রতারনা চক্রের মাঠকর্মীরা ধরা পরলেও প্রতারনার মূল নায়করা সবসময়ই থাকছে প্রশাসনের চোখের আড়ালে।
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন