বিশ্বাস করলেন, তো ঠকলেন।
লিখেছেন লিখেছেন শিকারিমন ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৭:৩৭:২১ সকাল

এই মুহুর্তে বাংলাদেশের রাজনীতির ময়দানে আওয়ামী বিরোধী শিবিরে এক ধরনের চাপা আনন্দ পরিলক্ষিত হচ্ছে। অনেক ক্ষেত্রে চাপা আনন্দ আর চাপা থাকছেনা। অনেক আবাল রাজনীতিক এর উচ্ছাস এর প্রকাশ দেখে মনে হচ্ছে ভোটের আগেই আওয়ামী বিরোধী জোট আওয়ামিলিগ কে হারিয়ে দিয়াছে। আর কোনো আন্দোলন ফান্দোলনের প্রয়োজন নাই। নে বাবা এই বার নাকে তেল দিয়া ঘুমা। জি হা এই নাকে তেল দেয়ার আয়োজন নাকি এরশাদ সাহেব করে দিলেন। একটি টিভি ইন্টারভিউ তে দেখলাম সাবেক মন্ত্রী ওসমান ফারুক বাহবা জানালেন এরশাদ কে। বি এন পির নব্য বিবৃতিবাজ সালাউদ্দিন সাহেব ও উচ্ছাস প্রকাশ করতে বেশি দেরি করলেন না।
এরশাদ সম্পর্কে বেশি কিছু বলবনা। শুধু কবি ওবায়দুল কাদেরের সেই কথা টি আরেক বার বলব। লেটেস্ট পরে ও আরো লেটেস্ট আছে। আর যদি অতি উত্সাহী হয়ে নাকে তেল দেয়ার আয়োজন করেন , তাহলে বলব শুধু নিজেরা ঠকলেন না বাংলাদেশ কে ও আরেকবার আপনারা ঠকালেন।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন