স্বাধীনতার ভাগ্নংশ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ১৫ ডিসেম্বর, ২০১৩, ১০:৪৮:১৪ সকাল

হে গনতন্ত্র

তোমার একি মন্ত্র ?

আজো পাইনি তোমার দেখা!

হে রাজনীতি ;

তোমার একি নীতি?

বুঝিনি আজো ও আমি !

স্বাধীনতা তুমি,

শুদুই কী শাহবাগের ?



মুক্তিযদ্ধার চেতনা,

তুমি কি শুদুই একদলের ?



জয় বাংলা!

তুমি কি শুদুই কি সেই দলের?



হাই!! বিচারক তোমার রায় কী ?



হে মাত্রৃভূমি।



তোমারই সন্তান আজ যদি,



রাখি দাঁড়ি টুপি R- panjabi ।



গুলি করার হুমকি দিচ্ছে,



মুষ্টিময় নষ্ট নাস্তিক জাতি।



যারা ৭১ এর স্বাধীনতা নয় বলে স্বাধীনতা।



. ২য়বার যুদ্ব বার বার করে

স্বাধীনতা ।



অবহমানকালের

সাস্কূত বাংলার ঐত্যিহকে।



ধবংস করে আজ চাপিয়ে দিতে চাই আশ্লীল বেহায়াপনা।



৪২ বছর পরেও কেন এই স্বাধীন বাংলায়



কেন স্বদেশের সমধান করবে কোন বীনদেশী?



আমি যুদ্ব দেখিনী।



দেখেছি একুশ শতকের এক নির্লাজ্জ বেহায়া একজাঁক মিথ্যুক জাতি।



হে কবি! তোমার এই চরনখানি

আজ আর নয়,



"গোলা ভরা ধান পুকুর ভরা মাছ"



এই সব মিথ্যা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। ☺

রাস্তায় নামতে ভয় হয় ।



কখন কি গঠে,



তুমি কি জানো ?



সকাল ক্ষমতার মালিক জনতা(নাউজুবিল্লাহ) ,



আজ এক 'বাংলাদেশ' নামক বিশাল কারাগরে বন্দী।



এই বন্দিখানাই বুলেট-বোমা ছাড়া আর এই জনতা আজ পাচ্ছে কি?



তবুও জয় বাংলা ।



তুমিই আমার মাতরৃ ভূমি।

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File