খাশ-বে-ইন

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৫ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৬:২৪ সকাল

এতকিছুর পরও মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে দমন করবেন বলে শাসালেন বিরোধীদের, এটা ভাল কথা না- এটা আরও গ্যাঞ্জাম লাগানোর পায়তারা। বিজিবিকে নামিয়ে গুলি করিয়েছেন তিনি, এখন বাকি আছে সেনাবাহিনী নামিয়ে গণহত্যা করার কাজটি; সে হুমকীই কি দিচ্ছেন? হুশ আছে তো আপনার? সচেতনভাবে অচেতন হবার ভান করছেন কেন বারবার? নিজের একঘুয়েমি আর জেদকে প্রাধান্য দিয়ে কেন রক্তাক্ত করেছেন বাংলাদেশের সবুজ প্রান্তর? আর কত মানুষ মারলে আপনার খায়েশ পূরণ হবে? নির্বাচন না করেই তো ১৫১টি আসন পেয়ে গেছেন, এবার থামেন!

সাফ জানিয়ে দিচ্ছি আপনাকে, এমন প্রধানমন্ত্রী আমরা চাই না! আমাদের সোনার বাংলায় আর কোন লাশ দেখতে চাই না!

বিষয়: বিবিধ

১৩৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File