চোর পালালে বুদ্বির উদায়,

লিখেছেন লিখেছেন মিরন ১১ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৬:৪৯ সন্ধ্যা

বহুল আলোচিত মানবতা বিরোধি আপরাধের দায়ে কাদের মোল্যার ফাসির রায় কার্যকর হয়েছে। এই ইস্যুতে পক্ষ, বিপক্ষ, নিরপক্ষ, অনেকের অভিমত বিভিন্ন পত্র পত্রিকা সহ মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয়েছে। তার মধ্যে সরকার দলিয় এমপি রনি সাহেবে " যদি কখনও সমায় পাও, একবার হলেও লিখ, কাদের মোল্যা আর কষাই কাদের এক নয়" এর লেখাটি আলোচিত হয় সর্বমহলে, সম্পতি তিনি বাংলা মেইল এক সাক্ষ্যাত কারের বরাত দিয়ে লিখেছেন, সঠিক তদন্ত করলে কাদের মোল্যা যে অপরাধি নয় তা প্রমানিত হবে, এবং তদন্তের সকল ব্যায় তিনি বহন করবে। বর্তমান সরকার ক্ষমাতায় আসায় পর মানবতা বিরোধি আপরাধের দায়ে অভিযুক্তদের বিচারে আওতায় আনে, এবং বিচার কার্যক্রম শুরু করে, এমপি রনি সাহেব তখন প্রচন্ড ক্ষমতাধর একজন সংসদ সদস্য, এবং টকশোতে একজন নিষ্ঠাবান আলোচক, কিন্তু আমার প্রস্ন, তিনি উক্ত বিষয়ে এবং বিচার কার্য়ের রায় ও বাস্তবায়ন সম্পর্কে কোন প্রকার অভিমত বা মত প্রকাশ করেননি, তখনকি আপনী ক্ষমায় টিকে থাকার জন্য সত্য প্রকাশ করেন নাই, আপনারা সবাই এই ভাবে সত্যকে আড়াল করেন নাকি, সরকারের সাথে দুরত্ব বাড়ার কারনে এ সব বলছেন। আমার একটা বিষয় খুব মনে পড়ছে, ছোট বেলায় গ্রামে খাল বা পুকুরে মাছ ধরতে নামলে হাত হতে মাছ ছুটে গেলে বলতাম ইস বড় মাছটা ছুটে গেল, তা মাছের সাইজ যেমনই হোক, প্রবাদে বলে চোর পালালে বুদ্বি বাড়ে। আমার তো ধারনা আপনার বেলা্য় তা ই ঘটেছে।

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File