সোনার বাংলার সোনা কোথায়,

লিখেছেন লিখেছেন মিরন ০৯ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৫:৪৪ বিকাল

সুজলা, সুফলা, সশ্য শ্যামলা তরু বিতিকা ঘেরা কাব্যিক সংলাপ ম্লান হয়ে যাচ্ছে ক্ষমাতায় আহরনের অভিলসি নেষা, মনে হয় পরাধিন জনপদের, স্বাধীনতা কামী মানুষের আত্তহুতি, আমাদের সরকার ও বিরোধিদলের হৃদয়ে স্থান নেই,

আমারা আর রক্ত চাই না,

হাসি চাই,

আমরা যুদ্ব চাই না,

শান্তি চাই,

আমরা সহংসতা চাইনা,

সহসনুতা চাই,

প্রতিহিংসা চাই না,

সম্পিতি চাই,

আমরা অনাদর চাইনা

ভালবাসা চাই,

কলংক্কিত বাংলাদেশ চাইনা

সোনার বাংলা চাই,

সোনার বাংলা চাই

সোনার বাংলা চাই,

বিষয়: বিবিধ

১৯৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160805
০৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
160817
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : যা চাচ্ছেন তা একদিন বাস্তবেই ছিল৷ তাকে শ্মসান বলে ফুলের বাগান করার প্রত্যয়ে আজ আমরা এখানে৷ এখন বলুন, ভিক্ষা চাইনা কুত্তা ঠেকাও৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File