পাকিস্তান কি কাদের মোল্যার পরম আত্তিয় ?
লিখেছেন লিখেছেন মিরন ২৫ ডিসেম্বর, ২০১৩, ০৪:১৬:০৭ বিকাল
আমরা তরুন প্রযন্ম স্বাধিনতা বিরোধিদের বর্বরতা দেখিনি, বাবার দাদার মুখে শুনেছি মাত্র, তাতেই শিহরিত হই, স্তমিত হই, মুহুর্তেই রক্ত টকবগিয়ে উঠে প্রতিশোধের নেশায়, প্রতিশোধ, চরম প্রতিশোধ, ভুক্তভোগিদের দগ্ধ ক্ষতের লেলিহান শিখা আজও (স্বাধিনতার ৪৩ বছর) কুড়ে কুড়ে খাচ্ছে। সেই মানবতা বিরোধি অপরাধের দায়ে দন্ডিত দায়ে কাদের মোল্যার ফাসির রায় কার্যকর হওয়ায় বাংলাদেশ জুড়ে মিশ্রপ্রতিকৃয়া তৈরি হয়েছে, ২৩ বছর বয়সি একজন যুবোকের পক্ষে (তার বিরুদ্বে আনিতো অভিযোগ) সেটা সম্ভব কিনা তা নিয়ে জনমনে সংসয় দেখা দিয়েছে, কিন্তু পাকিস্তানের কাদের মোল্যার ফাসির রয় কার্যকর হওয়ায় শোক প্রস্তাব গৃহিত হয়েছে, তা আমাদের জন্য যেমন কস্টের এবং বেদনার (কাটা ঘায়ে নুনের চিটা) সেই সাথে কাদের মোল্যার এই পরম আত্তিয় সাজায় কাদের মোল্যাকে বাংগালি জাতির কাছে সত্যিকারে আপরাধি তৈরি করেছে, দিধা দন্দের জড়তা থেকে মুক্তি পেয়েছি আমরা।
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন