শান্তির আগামি চাই
লিখেছেন লিখেছেন মিরন ২৮ নভেম্বর, ২০১৩, ০৯:১০:১৯ সকাল
হরতাল, অবরোধ, জালাও, পুড়াও, ভাংচুর, ধাওয়া,পাল্টা ধাওয়া, গুলিকরে মানুষ হত্যার হিংস্র ঘটনায় গোটা দেশ আজ স্থবির, অর্থনিতি, শিক্ষা, সংকৃতির প্রবাহমান ধারা ব্যহত হচ্ছে প্রতিনিয়ত, খেটে খাওয়া মানুষের কর্মহীন ব্যকুলতা, কর্মমূখী মানুষের কর্মস্থলে পৈাছানোটা যেন দুঃসাহসীক অভিযান, মনে হচ্ছে এ যাত্রায় হয়তো বেচে গেলাম। মুহুর্তে মহাপ্রলয়কারী অগনতান্ত্রিক দানবের ভংকর থাবা গ্রাস করতে পারে দেশের মসনদ, তিল তিল করে লালিত গনতন্ত্রের বলি নিরব দর্শকের মতো দেখতে হবে। সেটা মন্দ নয়, আমাদের রাজনৈকতক নেতাদের সুধরানোর একটা সুযোগ থাকবে হয়তো, সুস্থধারার রাজনিতির চর্চা ব্যতিত আদের আর্থ সামাজিক উন্নয়ন কখনও সম্ভব নয়,
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন