'কেমন আছেন ?'

লিখেছেন লিখেছেন মন সমন ২৩ মার্চ, ২০১৪, ০৭:৩৯:৫২ সন্ধ্যা

'কেমন আছেন ?'

এর জবাবে আমরা সাধারণত: বলে থাকি,

'আপনার দোয়ায়../যেমন দোয়া করেছেন..ইত্যাদি।

সাংস্কৃতিক অধ:পতন ও নিন্মগামীতার এ

যুগে হয়তো এমন জবাবই অনেক ভাল মনে হয় ;

আর কার্যত: 'ফাইন' / 'এই তো..আছি' ইত্যাদির চেয়ে

আসলেও উপরিউক্ত জবাব অনেক ভাল - তথাপি

কুশল বিনিময়ের সর্বোত্তম জবাব হলো :

'আল্লাহর মেহেরবানীতে / আলহামদুলিল্লাহ /

আল্লাহর অশেষ দয়ায় ভাল আছি..' ইত্যাদি।

'আপনার দু'আয় ভাল আছি' - এর চেয়ে অনেক বেশি বাস্তব

ও সুন্দর কথা হলো, 'আল্লাহর মেহেরবানীতে ভাল

আছি'। কারণ, প্রশ্নকর্তা আদৌ আপনার জন্য দু'আ

করেছেন, বা তার দু'আতেই আপনি ভাল আছেন -

একথা তো নিশ্চিত করে বলার কোন উপায় নেই !!

পক্ষান্তরে যেটুকু ভাল আছেন, তা যে আল্লাহর দয়ায়-ই

এটা তো নিশ্চিত !!

সুতরাং আসুন, কালচারটা পরিবর্তন করার চেষ্টা করি।

কারো দোয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত না করে আল্লাহর

দয়ার সাথে সম্পর্কযুক্ত করে কুশল বিনিময়ের জবাব দেই।

তাতে জবাবটি যেমন যুতসই হবে, আপনিও পাবেন শোকর

আদায়ের সওয়াব।

বিষয়: বিবিধ

৭৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196710
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
মন সমন লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File