পুলিশকে গনপিটুনী - আসুন আমরা শিক্ষা গ্রহন করি

লিখেছেন লিখেছেন এলিট ২৩ মার্চ, ২০১৪, ০৭:৪১:১৩ সন্ধ্যা



গতকাল বিভিন্ন প্রত্রিকায় এই খবরটি এসেছে। কিন্তু কেন জানিনা এটা নিয়ে তেমন কোন আলোচনা হয়নি। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল প্রধানমন্ত্রীর মদীনা সনদ। পত্রিকার পাতায় তো খুন, জখম, নির্যাতন দুর্নীতি ইত্যাদি সংবাদ দিয়ে ভরা থাকে। অনেকদিন পরে একটা ভালো সংবাদ দেখলাম।

নারায়নগঞ্জে ৫ জন নিরীহ ছাত্রকে এক দোকানের সামনে থেকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। ওরা এই সময় টিভিতে খেলা দেখছিল। ওদেরকে কয়েক দফায় মারধর করা হয়। ওদের বিরুদ্ধে মাদক সেবন/ব্যাবসা এর আভিযোগ করা হয়। এরপরে তাদের বাসায় খবর দেওয়া হয় যে তাদেরকে ছাড়িয়ে নিতে হলে প্রত্যেকে ১ লাখ করে মোট ৫ লাখ টাকা পুলিশকে দিতে হবে। খবর পেয়ে এক হাজারের বেশী এলাকাবাসী জড়ো হয়ে ডিবি পুলিশের দুই এস আই কে গনপিটুনি দেয় ও আটকে রাখে। এর পরে ডিবি পুলিশের উর্ধতন কর্মকর্তা ওই ৫ জন ছাত্রকে ছেড়ে দিয়ে এরপরে ২ এস আই কে ছাড়িয়ে নিয়ে যায়। ছাত্ররা হাসতালে চিকিতসাধীন রয়েছে।

পুলিশ মার খেয়েছে, এটা কোন ভাল সংবাদ নয়। ভালো সংবাদ হল - নারায়নগঞ্জের কিছু মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে জ়ানে। তারা দুর্বল নয়। আরো বেশী খুশি হোতাম যদি ওই দুই এস আই, গনপিটুনীতে গুরুতর আহত হয়ে হাসপাতালে থাকত। দেশের বিভিন্ন হরতাল বা অবোরোধে উত্তপ্ত পরিস্থিতিতে কিছু পুলিশ মারা যায়। তেমন কোন ঘটনা দুঃখ জনক। কিন্তু নিরীহ ছাত্রকে মাদক ব্যাবসায়ী বানিয়ে টাকা আদায় করা পুলিশ গনপুটুনীর উপযুক্ত।

দেশের প্রতিটি মহল্লায় এমন শক্তিশালী জনতার দরকার আছে। পুলিশ জানুক যে জনগন দুর্বল নয়। নারায়নগঞ্জবাসীকে আমার আন্তরিক ধন্যবাদ। আসুন আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহন করি।

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196713
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবই দেখি ডিজিটাল!!!!
196726
২৩ মার্চ ২০১৪ রাত ০৮:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই জনতাকে অভিনন্দন। পুলিশ এর আটক ব্যবসা ঠেকানর জন্য এর চেয়ে ভাল উপায় আর নাই।
196731
২৩ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
আবু জারীর লিখেছেন : গণপ্রতিরোধের বিকল্প নাই।
196765
২৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
শফিউর রহমান লিখেছেন : সবাইকে জাগতে হবে সকল জুলুমের বিরুদ্ধে। তা না হলে দেশ হবে জাহান্নামের মতো ভয়াবহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File