শিল্পকলা, কলাশিল্প // ... ... মুহাম্মদ ইউসুফ

লিখেছেন লিখেছেন মন সমন ০৭ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪৬:১৯ বিকাল

শিল্পকলা, কলাশিল্প

... ... মুহাম্মদ ইউসুফ

বৃদ্ধ বললেন, তিন হালি দুইটা আছে, স্যার, ষাট টাকা দিয়েন ।

হরতালের রাত দশটা । বৃদ্ধের চোখে আকুতি ।

ভাল কলা স্যার, একটাও দাগী পাইবেন না ।

আপনি তো কলা বেচেন ?

জ্বী স্যার ।

আপনার জীবনে কলা আছে ? এই বোধের কলা, শিল্পকলা, চারুকলা ।

স্যার, কলা চার প্রকার । বিচিকলা, চম্পাকলা, সবরী কলা, সাগর কলা । জগতে আরও কলা আছে ? কোন গাছে, কোন দেশে সেই কলা ফলে ?

আছে । আরও কলা আছে ।

থাকবারও পারে । মনে হয়, সেই কলার অনেক দাম, সেই কলাজগতে অনেক জ্যাম, কলাজগতে নড়েচড়ে, লাফায়-দাপায় সাহেব আর মেম, আমি চম্পাকলার ব্যাপারী, সেই খবরে আমার কি কাম !

আছে, কাম আছে। সবরী কলা বুঝবেন, শিল্পকলা বুঝবেন না, তা কি হয় ?

বুঝনের কাম নাই । কলা বেচি, ভাত খাই। সাগর কলার মতন সরল আমার জীবন। কলার শিল্প আর শিল্পের কলা দিয়া ভর্তা বানামু ? কাঁচাকলার ভর্তা তবু অনেক মজা ।

দেখ ভাই, জগতে কেউ কলা খায়, কেউ কলা দেখায় ।

জানি। তবে এইডাও জানি, যারা কলা দেখায়, তারাই বেশি চিল্লায়, চিক্কুর পারে । আমাগোর লাইগা দরদে কলিজা গরম করে । হেগো ভন্ডামিতে আমাগো জীবনকলা দাগী হইয়া যায় ।

তবু তুমি শিল্পকলা বুঝবা না ?

না । রাস্তা মাপেন । কলা কিনেন, নইলে আগে বাড়েন । আপনাগো পেটে আটা আছে তো, গায়ে ভাল জামা আছে তো, মগজে ভিটামিন আছে তো, তাই কলা নিয়া কলকল করবার পারেন । আমাগো টাইম নাই । টুকরিভর্তি কলা সব টাইম খাইয়া ফালাইছে ।

টাইম ? স্টিফেন হকিং ?

ওই গেলি ! না, পুলিশ ডাকমু । আবে ওই কাল্লু , গজারীর লাঠিডা ল'তো । পাগল খেদাই ।

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File