প্রআলো ও সমমনা সুশীল গংরা কি এই খবর তুলে ধরবে?
লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ০৭ ডিসেম্বর, ২০১৩, ০৬:১৩:১২ সন্ধ্যা
মক্কা মসজিদে দাঙ্গা বাধাতে গিয়ে ধরা পড়ল ‘বিজয় কুমার’
দক্ষিণ ভারতে মুসলমানদের মধ্যে ঘরোয়া বিরোধ বা দাঙ্গা বাধানোর চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়েছে এক অমুসলিম যুবক।
বিজয় কুমার নামের ওই অমুসলিম যুবক ও তার একদল সঙ্গী গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর হায়দ্রাবাদের মক্কা মসজিদের মুসল্লিদের নানা অংশের মধ্যে ঢুকে এমনভাবে পাথর ছুঁড়তে থাকে যাতে হঠাত করে কারো কাছে এটাই মনে হত যে প্রতিদ্বন্দ্বী মুসলমানরাই পরস্পরের প্রতি পাথর ছুঁড়ছে।
কিন্তু মুসল্লিরা গৌলিপুরার যুবক বিজয় কুমারকে হাতেনাতে সনাক্ত করে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। বিজয়কুমার ও তার সঙ্গীরা ইসলামী প্রতীক খচিত কালো শোকের পোশাক এবং লকেট পরা ছিল। তারা জুমার নামাজ শুরু হওয়ার আগেই মসজিদে ঢুকতে সক্ষম হয়েছিল।
উল্লেখ্য, গতকাল ছিল ভারতের অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ২১ তম বার্ষিকী। #
রেডিও তেহরান/এএইচ/৭
http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/item/56282
**************
কিছুদিন আগে ভারতের এক পুলিশ অফিসারই আদালতে স্বীকারোক্তি দেয় যে ২০০১এ দিল্লীতে ভারতীয় লোক সভায় এবং ২০০৮এ মুম্বাই হামলা সেই দেশের সরকারেরই সাজানো ঘটনা। কিন্তু মতির প্রথম আলো সহ কোন সমমনা সুশীল পত্রিকায় এই খবরটা দেখিনি যদিও খোদ ভারতের মিডিয়া এটাকে গুরুত্ব দিয়েই প্রকাশ করছে। আর এখন যখন বিএনপি ও ১৮ দলীয় জোটের জনপ্রিয়তা বেশী তখন মতি মিয়ারা জঙ্গীবাদের উত্থানে ভারত চিন্তিত এটা নিয়মিত প্রকাশ করছে। এই সমস্ত ভাদা মার্কা সুশীলদের বয়কট করা না গেলে দিল্লীর অশুভ রাহু থেকে বাংলাদেশ মূক্ত হতে পারবে না।
বিষয়: বিবিধ
১৬৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন