রানা প্লাজার ঘটনায় আহত ও পঙ্গু হওয়া সালমা বেগমের আত্নহত্যা

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ২৪ জানুয়ারি, ২০১৪, ০৫:১৩:৪১ বিকাল

রানা প্লাজার ঘটনায় শত শত আহত ও নিহত হলো তাদের জন্য সরকার তেমন কোন সাহায্যের হাত না বাড়িয়ে, কোন ক্ষতিপুরণ না দিয়ে বলল আমরা তাদের জন্য ব্যবস্থা করব। কিন্তু আহত না হওয়া কিংবা ক্ষতিগ্রস্থ না হওয়া রেশমা নাটকের রেশমাকে নিয়ে সরকার যে আদিখ্যেতা দেখালো তা অভাবনীয়। সেই রেশমা কিনা হোটেল ওয়েষ্টিনে অর্ধলক্ষ টাকা বেতনের চাকুরি করে, তার এখন দালান বাড়ি, গাড়িতে চড়ে অফিস গমন, বডিগার্ড আরো কত কিছু! যারা সব কিছু হারালো, পঙ্গু হলো, নিহত হলো, জীবনের প্রায় সব হারিয়ে নিঃশ্ব হলো, তাদের জন্য কিছু না করে শুধু রেশমার জন্য এত কিছু কেন? প্রশ্ন জাগবেই, প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। কারণ নিঃশ্ব ও পঙ্গু হয়ে যাওয়া মানুষ গুলো যে কি অমানবেতর ও অমানবিক জীবন যাপন করছে সেদিকে সরকারের কোন খেয়ালই নেই। তাইতো রানা প্লাজার ঘটনায় আহত ও পঙ্গু হয়ে নিঃশ্ব এবং হতাশ হয়ে যাওয়া সালমা বেগম নামের এক মহিলা অবশেষে আত্নহত্যা করলো।

তবে এখানেই শেষ নয়, এটি আত্নহত্যা নাকি হত্যা সেটি ভাল করে বুঝতে হবে। আওয়ামীলগ সরকার প্রতিনিয়ত একেকটি ইস্যু তৈরী করে পূর্বের ইস্যুকে চাপা দেয়। সালমা বেগমও সেই রকমই একটি ইস্যু কি না তা খেয়াল রাখতে হবে?

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166768
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৪
আলোকিত ভোর লিখেছেন : Sad
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০২:২২
121062
জেরিন সরকার লিখেছেন : ভয় পাইলেন?
166782
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
শিশির ভেজা ভোর লিখেছেন : কষ্টের উপর কষ্টের বোঝা। হায় খোদা কেন বানাইলা এই কষ্টের পৃথিবী Sad Sad
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০২:২৩
121063
জেরিন সরকার লিখেছেন : সবই তার লীলখেলা!
166889
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০২:২৩
121064
জেরিন সরকার লিখেছেন : খুবই
166890
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৩
হতভাগা লিখেছেন : রেশমা যদি জীবিত উদ্ধার হয়ে ৬০,০০০ টাকা বেতনে চাকরি পেয়ে থাকে , তাহলে সালমারা কি দোষ করেছিল ?

সালমার তো রেশমার চেয়ে বেশী ক্ষতি হয়েছিল । সালমাকে না হোক তার পরিবারের উপার্জনক্ষম যিনি ছিলেন তাকে তো অন্তত রেশমার মত বেতন দেওয়া উচিত ছিল ।

রেশমা যেমন গার্মেন্ট কর্মী ছিল , ছিল সালমারাও।

রেশমাকে যেমন ট্রিট করা হয়েছিল , সালমাকেও তেমন ট্রিট করা উচিত ছিল ।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০২:৩০
121065
জেরিন সরকার লিখেছেন : ক্ষতিগ্রস্থ সকলের জীবিকার জন্য নুন্যতম সাহয্যের ব্যবস্থা করলেই তো তারা বেঁচে থাকতে পারতেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File