বারাক ওবামার "পরকিয়া প্রেম"!
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ১৯ জানুয়ারি, ২০১৪, ০৩:৩২:৩০ রাত
গত ক'দিন হলো মার্কিন ট্যাবলয়েড National Enquirer-এর তরফ থেকে একটি খবর প্রকাশ করা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার সম্পর্কে বড়সড় চিড় ধরেছে। কারণ হিসেবে বলা হয়েছে, বারাক ওবামার "পরকিয়া প্রেম"। বিষয়টি নিয়ে বাংলাদেশী মিডিয়াও খুব উৎসুক, বলা হচ্ছে ওবামা-মিশেলের বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে!
আমি কিন্তু এর ভিতর অন্য কিছু খুঁজে পাচ্ছি। ইসরাইল বরাবরই আমেরিকাকে ব্যবহার করে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে সুবিধা অর্জন করতো। সম্প্রতি ইসরাইলের কথামতো সিরিয়ায় সামরিক হামলা করেনি যুক্তরাষ্ট্র। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমানু কর্মসূচী নিয়ে যে বিরোধ ছিল, ইসরাইল চেয়েছিল সেই বিরোধ যেন কোনভাবে সমাধানের পথে না যায়। ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র কোনভাবে যেন অর্থনৈতিক অবরোধ শিথিল না করে। কিন্তু ইসরাইলের সেই চাওয়া পূর্ণ করেনি যুক্তরাষ্ট্র, সমাধানের পথে যাচ্ছে ইরানের পরমানু কর্মসূচী সংক্রান্ত বিরোধ, সেই সাথে শিথিল হয়েছে অর্থনৈতিক অবরোধ। এমনকি ফিলিস্তিন বিষয়েও ইসরাইলের সব অন্যায় কাজকে সফল হতে দিচ্ছে না বারাক ওবামা। ফলে ইসরাইলের চক্ষুশুল হয়েছে বারাক ওবামা। আর বেশিদিন এভাবে চললে ইরানকে কাবু করার সব পথ রুদ্ধ হয়ে যেতে পারে ইসরাইলের। ফলে এখন বিল ক্লিনটনের মতো কিভাবে বারাক ওবামাকে ইমপিচ করার ব্যবস্থা যায় সেই ফন্দিই আটছে ইসরাইল। খুব সম্ভবত, এরই অংশ হিসেবে ওবামার "পরকিয়া প্রেম"এর কাহিনী ছড়াচ্ছে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ।
আমি বলছি না যে আমার বিশ্লেষণই সঠিক, আমার বিশ্লেষণ ভুলও হতে পারে, আমি শুধু আমার সন্দেহ উপস্থাপন করেছি তাদের জন্য যারা এই বিষয়টিকে খুব মজার বিষয় হিসেবে ভাবতে শুরু করেছেন।
বিষয়: বিবিধ
১৬৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিশেল এত বোকা নন যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের স্ত্রীর পদটি স্বেচ্ছায় হারাবেন ।
এই কথাটা এড করে দেন-
তারা তারি-
মন্তব্য করতে লগইন করুন