অতি চালাকের গলায় দড়ি!

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০৫ জানুয়ারি, ২০১৪, ১০:৪২:৫৮ রাত

আমরা সকাল থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখলাম কোথাও কোন ভোটার নেই। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত দেখা গেলো কোন কোন কেন্দ্রে সর্বোচ্চ ২ থেকে ৩ শতাংশ ভোট দেওয়া হয়েছে, এমনকি বিভিন্ন কেন্দ্রে অবাধে জাল ভোট দেওয়ার চিত্রও আমরা টেলিভিশন চ্যানেলে দেখেছি, কিন্তু এরপরও ৪ থেকে ৫ শতাংশের বেশি হয় না। এমনকি আওয়ামীলীগের ঘোর পক্ষপাতিত্ব করা ৭১ টিভি, সময় টিভি সহ বেশকয়েকটি টিভি চ্যানেলও অনেক চেষ্টার পরও সারাদিন ধরেও কোন কেন্দ্রে বেশি ভোটারের উপস্থিতি তারা দেখাতে পারেনি। কিন্তু ভোট গ্রহন শেষ হওয়ার পর ফলাফল ঘোষনার সময় দেখা গেলো ৫০ থেকে ৬০ শতাংশ, কোথাও কোথাও ৭০ থেকে ৮০ শতাংশও ভোট গ্রহন দেখানো হয়েছে।

জনগন দেখেছে, আওয়ামীলীগও বিষয়টি ভাল করেই জানে যে, ভোট প্রদানের সঠিক অবস্থা কি! কিন্তু জনগনকে ও বিদেশীদের আওয়ামীলীগ দেখাতে চাইলো গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ ভোট জনগন দিয়েছে। এখানেই আওয়ামীলীগ করলো আরেকটা ভুল।

বিএনপি বা ১৮ দলীয় জোট সহ অন্যান্য নির্বাচন বর্জনকারী দলসমূহ যে আশংকা করে আওয়ামীলীগের অধীনে নির্বাচনে যেতে চায়নি, সেই আশংকাকেই আওয়ামীলীগ সত্য প্রমান করলো। আমরা যেখানে সারাদিন দেখলাম কোথাও উল্লেখ করার মতো কোন ভোটার নেই, সেখানে সন্ধ্যার পর ৫০ থেকে ৬০ শতাংশ ভোট গৃহীত! প্রশাসন ও নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামীলীগ ভোটের ফলাফল উল্টে দিবে বলে যে আশঙ্কা করা হয়েছিল, অতি চালাকি করতে গিয়ে সেই আশঙ্কাকেই সত্যে প্রমানিত করল আওয়ামীলীগ।

আওয়ামীলীগ পারত সঠিক হিসাব মানুষের সামনে প্রকাশ করে নিজেদের সততা প্রমান করতে। তারা প্রমান করতে পারত যে, তাদের অধীনে নির্বাচন করলে কোন সমস্যা হতো না। তাহলে জনগন বুঝত বিএনপির দাবি কতটা দূর্বল ছিল। এতে ভবিষ্যতে আওয়ামীলীগের সমর্থন কিছুটা হলেও বৃদ্ধি পেত। কিন্তু কিছু গরু মার্কা আমলাদের কথা শুনতে গিয়ে সেই সুযোগটাও হাতছাড়া করলো আওয়ামীলীগ।

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159466
০৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৯
সকাল সন্ধ্যা লিখেছেন :


আমার আপামনিরা ভোট দিয়ে যে আমার খালামনি শেখ হাসিনার পক্ষে আছে তা দেখুন Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File