আয়রণ লেডি

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০২ ডিসেম্বর, ২০১৩, ১১:১৩:০৬ রাত

যতই মানুষ মরুক আর যতই আগুন জ্বলুক তিনি কিন্তু একচুলও নড়বেন না। দেশের সব মানুষ মরে ভুত হয়ে গেলেও তার কোন চিন্তা নেই, প্রয়োজনে তিনি ভারত থেকে জনগণ আমদানি করে বাংলাদেশে বসিয়ে দিবেন। কিন্তু চেয়ার থেকে তাকে একচুলও সরানো সম্ভব নয়। তিনি হলেন বর্তমান বিশ্বের "আয়রণ লেডি"।

জনগন বললঃ তাহলে কি হবে? তাকে কি চেয়ার থেকে সরানো সম্ভব নয়?

বিদ্রোহী বললঃ সরাতে হবে না, লাথি মেরে চেয়ার ভেঙ্গে ফেলো, তবেই সে ভাঙ্গা চেয়ার থেকে নিচে পড়বে।

এর অর্থঃ হরতাল, অবরোধ, মিছিল মিটিং করে ও জীবন দিয়েও তার পাথরের মনটাকে একটুও নরম করা সম্ভব নয়। সুতরাং প্রশাসনকে অকেজো করতে হবে, সচিবালয় ঘেরাও করতে হবে, বঙ্গভবন-গণভবন অবরোধ করে রাখতে হবে। পানি-খাবার সরবারাহ বন্ধ করে দিতে হবে, তবেই হবে অন্যথায় নয়।

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File