আমায় খুজে পাবে তুমি হাজার স্মৃতির মাঝে

লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ২১ অক্টোবর, ২০১৪, ১১:০৫:১২ সকাল



মনে কি পড়ে বন্ধু তোমার সেই প্রথম বেলা । সেই প্রেম প্রেম খেলা আর লুকোচুরি দেখা । ক্লাসের ফাকে সবার দৃষ্টি ফাকি দিয়ে আমাকে এক পলক দেখা , তারপর মুঠোফোনে তোমার মিষ্টি আলাপন আমাকে করেছিল ব্যাকুল । তারপর সূর্যােলােক েতামার মিষ্টি মুখটা বারবার েদখা , েতামার েকামল হাত ধরে এলোমেলো পথে হাঠা সব মিলিয়ে এক মিষ্টি অনুভুতি মনে করে আজ ও আমি শিউরে উঠি । ভালবাসার রং কি আমি জানি না । তবে তোমার কাছ থেকে যে টুকু শিখেছিলাম তাকে কি নামে আখ্যায়িত করবো আমার জানা নাই । তুমি কি আমার বন্ধু ছিলে না অন্য কিছু আমি জানতাম না । তবে আজ বহু বছর পর ব্লগে মাধ্যেমে তোমাকে জানাতে চাই আজ বিষণ মনে পরে তোমায় । তুমিও কি আমায় মনে করে লোকিয়ে কাঁদ নাকি সবই ভুলে গেছ । মাইসা ,তোমার মনে পরে কোন এক বৃষ্টির দিন দু জন এক ছাতার নিছে কেমন করে বৃষ্টি অবলোকন করেছিলাম । বিদ্যুৎ চমকানোর ফলে তুমি আমাকে জরিয়ে ধরেছিলে ......

আজ তুমি কোথায় তা আমার জানা নাই । তবে এটুকু বলি আমার কোন ভুল আমি আজ খুজে পায়নি । যা হয়েছে সবিই তোমার ইচ্ছায় । তবু যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও........

পুরোনো স্মৃতি গুলি আর মনে করতে চাই না । জানি তুমি ভুলে গেছ ....তারপরও যদি ভুল করে মনে পরে যায় এড়িয়ে যেও কষ্ট নিও না । সুখে থেক.... just feeling ....

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276659
২১ অক্টোবর ২০১৪ সকাল ১১:১১
নিরবে লিখেছেন : সব মাইসা এরকমই হয়।
276667
২১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৭
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো
276677
২১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৩
শিশির ভেজা ভোর লিখেছেন : মাইসা ,তোমার মনে পরে কোন এক বৃষ্টির দিন দু জন এক ছাতার নিছে কেমন করে বৃষ্টি অবলোকন করেছিলাম । বিদ্যুৎ চমকানোর ফলে তুমি আমাকে জরিয়ে ধরেছিলে ...... Love Struck Love Struck I Don't Want To See I Don't Want To See
276680
২১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো অনেক ধন্যবাদ
277276
২৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৩
মাহবুব হাসান র লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File