প্রথম প্রেম ও স্পর্শ

লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ১২ অক্টোবর, ২০১৪, ০৩:৫৮:১২ দুপুর

প্রেম শব্দটা এখন অশালীন একটা শব্দ ৤ এটা যেকোন বয়সের ছেরে মেয়েদের কাছে কমন শব্দ ৤ আমি প্রেমের আক্ষরিক এবং পারিভাষিক অর্থ ব্যখ্যা করতে চাচ্ছি না শধু বলতে চাচ্ছি প্রেম হচ্ছে এক প্রকার অনুভূতি, এটা এমন এক প্রকার অনুভুতি যেটা একটা মানুষকে পরিবর্তন করে দিতে পারে ৤ একটা মানুষকে সুপথ দেখাতে পারে আবার একটা মানুষকে খারাপ পথ ও দেখাতে পারে ৤ ভালবাসা কি আমি জানা ছিলনা ৤ সে দিন আনমনা অবস্থায় বারান্দায় বসা ছিলাম ৤ হুট করে পিছন থেকে এসে চিৎকার দিয়ে উঠল আমার বন্ধু মিন্টু কিরে মন খারাপ নাকি ?

নারে তাহলে ভাবে বসে আছিস কেন ?

এমনিতেই

কিছু ভাছিস নাকি ? না

কিছু দুষ্টুমি করে সে চলে গেল ৤

তার পর এভাবেই বসা ৤ তার পর ঘটে গেল এক কান্ড ? দূর সম্পর্কের এক আত্মীয়ের আগমন , কেমন আছেন ? তাকে দেখে আমি একটু নড়েচড়ে বসলাম ? এত সুন্দর মানুষ আমি আর কখনো দেখিনা ৤ কাঁচা হলুদের মত গায়ের রং, হরিণীর চোখ , সমস্ত কিছু মিরে অসাধানণ ৤ মা ডাকছিল খেতে আয় ,,খাব না মা

অমন করে অনেকবার না

হঠাৎ সে এসে হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে

আমি তার দিকে তাকিয়ে ছিলাম বোকার মত

তার কোমল হাতের স্পর্শ আজও আমার হতে.....

কিছুদিন পর জানতে পারি তার বিয়ে হয়ে গেছে এক প্রবাসীর সাথে ৤

আজ ও তাকে ভুলতে পারিনা ৤ সেই প্রথম ললনার কথা ৤



বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273521
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৬
ফেরারী মন লিখেছেন : আমি তার দিকে তাকিয়ে ছিলাম বোকার মত
তার কোমল হাতের স্পর্শ আজও আমার হতে..... Love Struck Love Struck Love Struck Love Struck

কিছুদিন পর জানতে পারি তার বিয়ে হয়ে গেছে এক প্রবাসীর সাথে Broken Heart Broken Heart Broken Heart
273529
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৯
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck
273642
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সত্যি মনে কষ্ট লাগল আপনার জন্য ।
273652
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
273678
১২ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৬
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আহারে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File