কেন চলে গেলে ?
লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ২০ মে, ২০১৪, ০৬:৩৩:৫১ সন্ধ্যা
প্রিয় !
এ জনমে আর কি হবে দেখা
কেন চলে গেলে আমায় ফেরে একা
ভাল যদি না -ই বাসবে কেন এসেছিলে ফিরে
কেন বেঁধেছিলে বাসা আপন নীড়ে
বাগানে ফুটা তুমি প্রতম গোলাপ ফুল
তোমায় তুলতে চাওয়া ছিল কি আমার ভুল
ভুল যদি হয়েই থাকে কেন এসেছিলে ভ্রমে
অধম তোমায় চুমে ছিল আলতু চুমে
তোমায় পাওয়ার জন্য অনেক করেছি সাধনা
সেটা ছিল মোর কাল
দিলে তুমি আমায় সহস্র বেধনা ....
আমি বাসছি বেধনার সাগরে......
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমায় পাওয়ার জন্য অনেক করেছি
সেটা ছিল মোর কাল
মন্তব্য করতে লগইন করুন