‘তোকে ভোটকেন্দ্রে দেখলে খবর আছে’

লিখেছেন লিখেছেন Democratic Labor Party ৩১ মার্চ, ২০১৬, ১২:০৬:১৮ দুপুর

মাদারীপুর প্রতিনিধি | ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার |

মাদারীপুরে ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রোমান সরদারকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছে। এছাড়াও একই ইউনিয়নের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী আফজাল হোসেনের উপর হামলা করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিএনপি’র প্রার্থী রোমান সরদার বলেন, ‘আওয়ামী লীগের ক্যাডাররা আমাকে হুমকি দিয়ে বলেছে, ‘তুই ভোটকেন্দ্র যাবি না। তোকে যেন নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না দেখি, যদি ভোটকেন্দ্রে দেখি তবে তোর খবর আছে।’ বিএনপি সমর্থিত কারো ভোট দেয়া লাগবে না বলেও হুমকি দিয়েছে বলে জানান।

মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ শান্তিপূর্ণ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

===

রেফারেন্স:http://mzamin.com/article.php?mzamin=7748

বিষয়: রাজনীতি

৭৩৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364243
৩১ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩০
কুয়েত থেকে লিখেছেন : আম্লীগ এর নির্বাচন বলে কথা এখানে অন্যরা গেলেতো তিনি হেরে যাবেন!তাই না গেলেই তো হয় ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File