কোটি গ্রাহকের ব্যাংক ব্যাংকিং জগতে বিশ্বের শীর্ষ ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক-ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ৩১ মার্চ, ২০১৬, ০১:৩০:৪১ দুপুর

কোটি গ্রাহকের ব্যাংক - ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ

আলহামদুলিল্লাহ: ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা গর্বের সাথে বলতে পারছি- ব্যাংকিং জগতে বিশ্বের শীর্ষ ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক-ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।।

শুরুটা কিন্তু খুব একটা সহজ ছিলনা।

উদ্যোক্তা পাওয়া মুশকিল ছিল।কেননা ইসলামী ব্যংকিংয়ের ধারনাটাই ছিলনা। ব্যাংকের গোটা ব্যবস্থাই গড়ে উঠেছে মুলত সূদকে কেন্দ্র করে। সেখানে সূদ বিহিন ব্যাংক?

অসম্ভব! উদোক্তারা সন্দিহান ছিলেন ব্যাংক চলবে কি চলবেনা। বহু গবেষনা চিন্তা ভাবনা পড়শুনা ও নিরলস প্রচেষ্টায় গড়ে উঠলেও তিন বছর না যেতেই পড়ল সংকটে। সমালোচক -& সন্দেহ ভাজন লোকেরা বলতে শুরু করল

collapsible bank এটা আর চলবেনা collapse করবে।

সব পরিচালক ও কর্মকর্তা কর্মচারীগন মিলে সিদ্ধান্ত নিলেন ইসলামের নামের এই ব্যাংক -আল্লাহর ব্যাংক এটাকে টিকতেই হবে।

শুধু টিকলেই হবেনা - নাম্বার ওয়ান হতে হবে ইনশা আল্লাহ। পেশাদারিত্বের সাথে সাথে এমন আমলিয়াত বাড়াতে হবে যেন আল্লাহ নিজ হাতে ধরে কামিয়াবী দিয়ে দেন।

শুরু হল ঈমানিয়াত আর ইন্সানিয়াতের পুর্নাংজ্ঞ বাস্তবায়নের সাধনা। জোহর আসর সালাত সবাই একসাথে জামাআতে নামাজ যা এখন ও বহাল আছে এবং থাকবে ইন্সা'আল্লাহ।

আর সেই সাথে খালেসদিলে দোয়া এবং দ্বীনি ভাইদের -শেষ রাতে কান্নার শব্দ জায়নামাজ এ বসে চোখের পানিতে একাকার। হজ্জ উমরায় আল্লাহর ঘরে কত যে আকুতি যোগ্যতা র বিচারে নিয়োগ- ঘুষ / বিশেষ গোষ্ঠির লোক নিয়োগ নয়।

পদোন্নতি চেহারা দেখে বা সম্পর্কের ভিত্তিতে নয় বিনিয়োগেও কোন উৎকোচ নয় সম্ভাবনাময় যোগ্য যে কোন প্রতিষ্ঠান ই পেতে বাঁধা নেই।সততা নিষ্ঠার আর নিবেদিত বান্দাদের এত হ্নদয়ের আকুতি আল্লাহ সুবহানু ওয়াতাওয়াল্লাহ কি না শুনে পারেন।

সূদ ছাড়াই আল্লাহ সবচেয়ে বেশী লাভ আর শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা দিয়ে দিলেন।আহামদুলিল্লাহ।।

ইসলামী ব্যাংক এখন কোটি গ্রাহকের ব্যাংক যা বিশ্বের মোট ইসলামী ব্যাংকিং গ্রাহকের এক-চতুর্থাংশ।

১৯ হাজার গ্রামের ১০ লাখ প্রান্তিক মানুষের মাঝে ক্ষদ্র বিনিয়োগের ৮০ শতাংশ নারী সুবিধাভোগী যা মোট বিশ্বের ইসলামী মাইক্রোফাইনান্সের ৫০ পারসেন্ট পরিচালিত হচ্ছে এই ব্যাংক থেকে।

দেশের মোট এসএম ই বিনিয়োগের ১৬ শতাংশ এককভাবে ইসলামী ব্যংকের যার ৮০ ভাগ নারী

*ইসলামী ব্যাংক ব্যাংকিং খাতে সর্বোচ্চ করদাতা।

*শীর্ষ আমদানী-রপ্তানীকারক ব্যাংক।

*বৈদেশিক রেমিট্যান্স সর্বোচ্চ

*শরিয়াহ পদ্ধতি অনুসরনে ব্যাংক প্রতিজ্ঞাবদ্ধ।

*আরো অনেক জনকল্যান ও উন্নয়নমুলক প্রকল্প রয়েছে এই ব্যংকের।

সব কিছু মিলিয়ে যা বলতে চাই যে কোন কাজ যদি খালেস নিয়তে করা যায়, আল্লাহ তার অভিভাবক হয়ে যান। যেখানে এমন আত্মত্যাগী নিবেদিত প্রান মানুষ রয়েছেন যার অভিভাবক স্বয়ং আল্লাহ সে প্রতিষ্ঠানের কোন ক্ষতি করতে বা রুখতে কেউ পারবেনা ইনশা আল্লাহ।

৩৩তম প্রতিষঠা বার্ষিকীতে ইসলামী ব্যাংকের সব সুধী পরিচালক কর্মকর্তা কর্মচারী ও দেশবাসী কে ‪মীর‬ কাসেম আলীর জন্য একান্ত ভাবে দোয়া ও শুভ কামনা করছি।

# Free MirQuasemAli

# WeWantJustice

‪#‎Justice‬ 4 Mir Quasem

‪#‎PlzDoa4MirQuasem‬

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364248
৩১ মার্চ ২০১৬ বিকাল ০৫:২৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো এবং আমাদের কাশেম ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও
৩১ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩১
302113
কুয়েত থেকে লিখেছেন : হয়তো আল্লাহ পাক কাসেম ভাইকে জান্নাতের উত্তম স্থানই দিবেন। আর জালিমদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন জাহান্নামের সর্বনিন্ম স্থান। ধন্যবাদ আপনাকে
364258
৩১ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫১
হাফেজ আহমেদ লিখেছেন : মাশাাআল্লাহ।
৩১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১১
302116
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
364271
৩১ মার্চ ২০১৬ রাত ০৮:২৩
শেখের পোলা লিখেছেন : রাখে আল্লাহ মারে কে?
০৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৫
302462
কুয়েত থেকে লিখেছেন : নিশ্চই আল্লাহ উত্তম হেফাজত কারি। আপনাকেব অসংখ্য ধন্যবাদ
364285
৩১ মার্চ ২০১৬ রাত ১০:৩৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী

দোয়া করি, জাযাকাল্লাহ..
০৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৭
302463
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহর ওয়াদা রয়েছে সৎ মুমিনদের জন্য। নিশ্চই তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। ধন্যবাদ আপনাকে
364601
০৪ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১৫
বার্তা কেন্দ্র লিখেছেন : ইসলামী ব্যাংকে শয়তান সওয়ার হতে চাইছে, তাই শয়তানের ঘুম হারাম হয়ে গেছে।
০৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৯
302464
কুয়েত থেকে লিখেছেন : আপনি সঠিক কথাই বলেছেন । দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করেন। আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File