ফারুকী হত্যার জন্য কি শিবির দ্বায়ী????

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ২৮ আগস্ট, ২০১৪, ১১:২৬:০৫ রাত

এ আর নতুন কিরে ভাই।বাংলাদেশে যত কুকুর মারা যাবে তার জন্য জামায়াত-শিবির দ্বায়ী।গতকাল আহলে বেদায়াত দলের কোন এক ব্লা ব্লা(নাম মুখে নিব না আমি) কে বা কারা হত্যা করেছে আর তার জন্য এক বাক্য জামায়াত-শিবির কে জড়িয়ে একের পর নিউজ প্রকাশ করতে থাকে কিন্তু আসল কথা হল তদন্ত করলে দেখা যাবে ওই মাজার ব্যাবসায়ী ওদের দলের লোকের হাতেই মারা গেছে।

আসল কথা হল ওই সব ভন্ড লোকেরা সব জায়গাতে জামায়াত-শিবির দেখে।এমন কি ওদের ঘরে কোন সন্তান জন্ম নিলে এর জন্য জামায়াত-শিবির কে দ্বায়ী করে।কিছু হত্যা কান্ড দেখে নেয়া যাক যার পিছনে প্রথমে জামায়াত-শিবির কে দ্বায়ী করা হয় কিন্তু তদন্তে দেখা যায় ওই সব হত্যার পিছনে আওয়ামীলীগ দ্বায়ী।

সংবাদ মাধ্যম= ত্বকীর হত্যার জন্য জামায়াত-শিবির দ্বায়ী।

ত্বকীর বাবা=আমার সন্তান কে হত্যা করেছে নারায়নগঞ্জের গড-ফাদার।

সংবাদ মাধ্যম=একরাম কে পুরিয়ে হত্যা করেছে জামায়াত-শিবির।

হাজারী= এই হত্যার পিছনে দলীয় কোন্দল দ্বায়ী।

সংবাদ মাধ্যম=মিল্কি হত্যায় জামায়াত-শিবির দ্বায়ী।

ভিডিও ফুটেজ= জারজলীগের হাতেই খুন।

এরকম প্রমান আরো লাগলে দিতে পারিব।জামায়াত-শিবির হত্যার রাজনীতিতে বিশ্বাস করেনা।আমাদের নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে কোন লাভ নেই।আমরা যদি হত্যার রাজনীতি নিয়র পরে থাকতাম তাহলে আমাদের অবস্থান এতদুর আসিতনা।আর আমরা যদি হত্যার বদলা নিতাম তাহলে এতদিনে কুত্তালীগ ভিন গ্রহের দল হয়ে যেত।

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259355
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:৪২
কাহাফ লিখেছেন : তবে যারাই করুক-কাজ টা কি বেশী খারাপ হয়েছে...........?
259727
৩০ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৮
কাউসার আরিফ লিখেছেন : অনেক ভাল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File