ডাঃ জাকির নায়েক মুসলিম বিশ্বের রহমত

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ২৫ এপ্রিল, ২০১৪, ০৪:০৫:৩৬ বিকাল

জাকের নায়েক কাফের ,ইসলামের শত্রু এই কথাটি বাংলাদেশের অনেক কথিত আলেম বলে বেড়ায়।কিন্তু প্রবাদে আছে,রতনে রতন চেনে আর শুয়ারে চেনে কচু।আল্লামা সাঈদী হল সেই রতন যে অন্য রতন কে সম্মান দিতে জানে।ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম,জাকের নায়েক কে নিয়ে আল্লামা সাঈদী।

আল্লামা সাঈদী এক মাহফিলে বলেন "আমার মনে হয়, ডাঃ জাকির নায়েক মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। তিনি যেভাবে সকল শ্রেণীর মানুষের কাছে ইসলামকে তুলে ধরে চলেছেন, তাতে তার জন্য আমার অন্তর থেকে শুধু দোয়াই আসে।"

আল্লামা সাঈদী ও ডাঃ জাকির নায়েক বাতিলের বিরুদ্ধে সব সময় লড়াই করে যাচ্ছেন কিন্তু কথিত কিছু মুসলিম তাদের কে নিয়ে উপহাস করে।আসলে কিছু লোক চোঁখ থাকতেও অন্ধ তাই তারা সমালোচনা করে।আল্লাহ তুমি তোমার এই দুই বান্দাকে হায়াৎ বাড়িয়ে দাও,তারা যেন আরো বেশী করে ইসলাম প্রচার করতে পারে সেই তৌফিক দান কর।

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213165
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
shaidur rahman siddik লিখেছেন : ধন্যবাদ কাউসার আরিফ ভাই ।
213168
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
কাউসার আরিফ লিখেছেন : আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File