ছাত্রলীগ জিন্দাবাদ!

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ২৪ এপ্রিল, ২০১৪, ০১:০২:১৩ দুপুর

কে বলেছে ছাত্রলীগ খারাপ?? ছাত্রলীগ হচ্ছে মানুষ গড়ার সংগঠন । প্রমান চাচ্ছেন?? আচ্ছা প্রমান দিচ্ছি কিভাবে ছাত্রলীগে যোগ দিয়ে একটি ছেলে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে ।

যে ছেলেটিকে এক বছর আগে দেখলাম ছাগলের সাথে আকাম করার অপরাধে জুতার বাড়ি খাইলো, সেই ছেলেটাই ছাত্রলীগে যোগ দেবার পরে হোটেলে গিয়ে মেয়েদের সাথে আকাম করছে! এটা কি তার জন্য উন্নতি নয়? ছাগলের পরিবর্তে মেয়ে সঙ্গী !

যে ছেলেটা এক বছর আগেও আকিজ বিড়ি টানতো ,সেই একই ছেলে আজকে ছাত্র লীগে যোগ দেবার পরে বেনসন সিগারেট আর ইয়াবা খাচ্ছে! এটা কি তার জন্য উন্নতি নয়?

যে ছেলেটা ক্লাশের পেছনে বসে পড়া না পারার অপরাধে ধমক খেত! সেই একই ছেলে ছাত্রলীগে যোগ দিয়ে কলেজের প্রিন্সিপালকে সবার সামনে চড় মারছে ! এটা কি তার জন্য উন্নতি নয় ,?

যে ছেলেটির পকেটে এক বছর আগেও বিশ টাকার একটা নোট দেখা যেত না, সেই ছেলেটি ছাত্র লীগে যোগ দেবার পরে আজকে তার পকেটে পাচশো টাকার চকচকে নোটে ভরা থাকে!

যে ছেলেটি এক বছর আগেও কন্ডম কি তা জানতো না! আজকে সেই একই ছেলে ছাত্রলীগে যোগ দেবার পরে তার মানি ব্যাগের মধ্যে সবসময় দুইটা করে কন্ডম মজুদ রাখে! ( বলা তো যায়না কখন তেঁতুল জুটে যায়) এটা কি ছেলেটার জন্য উন্নতি নয়??

এখন আপনারাই বলেন, ছাত্রলীগ কি আদর্শ মানুষ গড়ার কারখানা নয়???

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212595
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১১
212598
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৫
মাজহার১৩ লিখেছেন : রুচির পরিবর্তন
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৬
160919
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সব ক্ষেত্রেই উন্নতি....
212652
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৬
মাটিরলাঠি লিখেছেন : "ছাত্রলীগ হচ্ছে মানুষ গড়ার সংগঠন।"
আওয়ামীলীগ কি ভাবে মানুষ হয়?
212801
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
শেখের পোলা লিখেছেন : এরাই পরবর্তী প্রজন্ম৷ দেশের কর্ণধার৷ ধিক্৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File