সৌদি আরব সম্পূর্ণভাবে বিদআত মুক্ত। আসুন বিদআত কি জেনে নিই-
লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ০৯ আগস্ট, ২০১৪, ০৩:২৪:৪৩ দুপুর
সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ, যা সম্পূর্ণভাবে বিদআত মুক্ত। তবে সেই বিদআতগুলো কি? আসুন জেনে নেই-
১। রাজতন্ত্রের বিরোধিতা করা।
২। রাজপরিবারের কোন সদস্যের সমালোচনা করা।
৩। মার্কিনী-ইসরাইলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা/ মিছিল সমাবেশ করা।
৪। মজলুমের পক্ষে একত্রিত হয়ে সমাবেশ করা।
৫। নারীদের কাজ করা, গাড়ী চালানো এবং ভোট দেয়া।
৬। ইরানের কোন ভাল কাজকে সমর্থন করা। (যারা সমর্থন করবে তারা নাকি সরাসরি শিয়া হয়ে যাবে)
৭। মুসলিম ব্রাদারহুড, হামাস বা হিজবুল্লাকে সমর্থন করা।
৮। ব্রাদারহুড, হামাস বা হিজবুল্লা যারা করে তাদেরকে মুসলমান মনে করা (তারা নাকি সন্ত্রাসী, ইসলামে নাকি এসব সন্ত্রাসের জায়গা নেই।)
(চলবে)
বিঃদ্রঃ সৌদির গ্রান্ড মুফতিরা মনে করে, ইসরাইলকে গালি দিলে ইয়াকুব(আঃ)-কে গালি দেয়া হয়, আমেরিকাকে গালি দিলে ঈসা(আঃ)-কে গালি দেয়া হয়। মিছিল মিটিং করলে রাজতন্ত্র হুমকির মুখে পড়ে, তাই ইসলামের সহি দৃষ্টিতে মিছিল মিটিং কঠোরভাবে হারাম।
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7094/imranh/50820#.U-dNxKOynXQ
শাইখ সালিহ আল ফাওযান বলেছেন কি আর ছড়ানো হচ্ছে কি ?
ইসরাঈল হল ইয়াকূব আ: এর উপাধি
তাই তিনি সংশোধনের জন্য উচ্চতর শরিয়া বোর্ডের সদস্য সালেহ আল ফাওজান বলেছেন -
ইসরাইলকে অভিশাপ দেয়া হারাম।
এক অডিও বার্তায় তিনি বলেছেন, কেউ কেউ বলে, ইসরাইলের ওপর আল্লাহর অভিশাপ বা গজব নাজিল হোক—এতে হজরত ইয়াকুবও (আ.) অভিশাপের লক্ষ্যভুক্ত হন। তাই মুসলমানদের উচিত ইসরাইলের ওপর অভিশাপ না দেয়া, বরং তাদের বলা উচিত ইহুদিদের ওপর অভিশাপ নাজিল হোক !
এমন একটা সময়ে এই মুফতি এই ঘৃন্য কাজটা কেন করতে গেলো?
মন্তব্য করতে লগইন করুন