গাজায় গণহত্যার জন্য হামাসই দায়ী: সৌদি রাজপুত্র
লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ২৯ জুলাই, ২০১৪, ১০:৫৩:৩০ রাত
সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি ফয়সাল গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের জন্য দখলদারদের দোষ না দিয়ে বরং হামাসকেই দায়ী করেছেন!
তুর্কি বলেছেন: হামাস অতীতের মতই ভুল করে যাচ্ছে এবং গোঁয়ার্তুমি করে ইসরাইলে অকার্যকর বা প্রভাবহীন রকেট নিক্ষেপ করছে বলেই ইসরাইলি সেনারা ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালাচ্ছে! তুরস্ক ও কাতার সাম্প্রতিক যুদ্ধে মিশরকে প্রধান ভূমিকা পালন করতে দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছেন। গাজা ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও মিশরকে বাধা দেয়া তুরস্ক ও কাতারের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
আশশারকুল আওসাত পত্রিকায় লেখা এক নিবন্ধে ফয়সাল বলেছেন: হামাস ইসরাইলের হাতে গাজায় যে গণহত্যা চলছে তার খবর রাখা সত্ত্বেও একগুঁয়েমি ও অহংকার ছাড়ছে না, বরং রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনিদের জন্য বাধা সৃষ্টি করেছে যা বন্ধ করা উচিত; কারণ, এইসব ক্ষেপণাস্ত্র তেলআবিবে আঘাত হানলেও ইসরাইলের জন্য কোনো বিপদ ঘটাবে না।
ফিলিস্তিনিরা ভবিষ্যতে তাদের জন্য আরো নমনীয় নেতা নির্বাচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সৌদি রাজপুত্র ইসরাইলি দৈনিক হারেৎজে তার লেখা একটি প্রবন্ধের কথা তুলে ধরে বলেছেন, ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার যে আশা করছিলাম সাম্প্রতিক ঘটনাগুলোর ফলে তা দুরাশায় পরিণত হয়েছে।
উল্লেখ্য, সৌদি রাজা ও মিশরের সিসি সরকারের মত পাশ্চাত্যের এবং ইসরাইলের সেবাদাস কিছু আরব সরকার গাজার সংগ্রামীদের নিরস্ত্র করতে চায় বলে জানা গেছে।
- See more at: http://www.bd24live.com/article/190/index.html#sthash.ysnQqMai.dpuf
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন