যে কারনে সৌদি শাসকরা ইসরাইলী হামলাকে নীরবে সমর্থন করছে।

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১৭ জুলাই, ২০১৪, ০৮:০১:০০ রাত



(ইসরাইলী বোমা আক্রমণে আতঙ্কিত ফিলিস্তিনী শিশুরা)

পবিত্র মক্কা-মদীনার অবস্থান হওয়ার কারনে গোটা বিশ্বের মুসলমানেরা স্বভাবতই মুসলমানদের যে কোন সমস্যায় সৌদি আরব ও ওআইসির দিকে তাকিয়ে থাকে। গাজা আক্রমণেও মানুষের তেমনটা প্রত্যাশা ছিল। কিন্তু সৌদি সরকার উল্টোটাই করছে। খবর আসছে যে, গাজা আক্রমণে ইসরাইলের সাথে সিসি ও আবদুল্লাহ বাদশার ইন্দন আছে। জুব্বা ওয়ালা বাদশাহ বর্তমানে আমেরিকা- ইস্রায়েলের চেয়েও বেশী ভয় পায় ব্রাদার হুড, হামাস, হিজবুল্লাহ জাতীয় দলগুলোকে। গাজার মানুষ হামাসকে ভোট দিয়েছে, সে কারনে সিসি ও আবদুল্লাহ বাদশার চরম গোস্বা সেই মানুষদের উপর। ইসরাইলী আক্রমণে তাই তারা খুশী। চরম মার খাওয়ার পর হামাস যখন আক্রমণে তখনই সিসি যুদ্ধ বিরতির প্রস্তাব করে। এতোদিন চোখে আঙ্গুল আর মুখে কলুপ ছিল এই নব্য ফেরাউনের। আর হাল আমলের ইয়াজিদ সৌদির জুব্বাওয়ালা আব্দুল্লাহ বাদশাহর কথা তো বলাই বাহুল্য। এদেশটা পৃখিবীর একমাত্র দেশ, যেখানে পবিত্র ইসলামকে রাষ্ট্র নিয়ন্ত্রনের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। চরম ভোগ বিলাস আর ইহুদী-মার্কিণীদের পদলেহনে ক্ষমতায় টিকে আছে এই শাসক শ্রেনী। গাজায় ইসরাইলী আক্রমনে মোনাফিকের ভুমিকায় অবতীর্ণ হয়েছে এর পদলেহীরা। সৌদির মৌখিক প্রতিবাদ যে লোক দেখানো ইসরাইল সেটা ভাল করেই জানে। তারা জানে, আর যা-ই হোক, সৌদি-মিশরের আন্তরিক সমর্থণ আছে তাদের প্রতি। এটা দেখে বৃটিশ এমপি, লেখক ও সাংবাদিক জর্জ গ্যালওয়ে বলেছেন, ‘আরবের এই খুনের দায় সবাইকে নিতে হবে। কোথায় দুই মসজিদে বন্দি বাদশা আব্দুল্লাহ? কোথায় মিশরের নতুন নাছের জেনারেল সিসি?’

বিষয়: বিবিধ

১৬০৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245520
১৭ জুলাই ২০১৪ রাত ০৮:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মুসলমানরা এদের দিকে না থাকিয়ে একমাত্র আল্লাহর ওপর ভরসা করতে হবে। ওরা তো নব্য ফেরাউন
১৭ জুলাই ২০১৪ রাত ০৮:২২
190708
আনোয়ার আলী লিখেছেন : কিন্তু মুসলমানদের কলিজার উপরই এরা বসে আছে। আগে এদের হটাতে হবে।
245533
১৭ জুলাই ২০১৪ রাত ০৯:৫২
জাকির হোসাইন লিখেছেন : খুবই দুঃখজনক ব্যাপার!
245583
১৮ জুলাই ২০১৪ রাত ১২:০১
বাজলবী লিখেছেন : ওদের কারণে অাজ বিশ্বের মুসলমানরা নির্যাতিত।
245584
১৮ জুলাই ২০১৪ রাত ১২:০৯
চিরবিদ্রোহী লিখেছেন : ফিলিস্তিনের মানুষ যখন একমুঠো খাবার আর একটু আশ্রয়ের জন্য হাহাকার করছে, সৌদি যুবরাজ তখন ৪ মিলিয়ন ডলার মূল্যের হিরক খচিত মার্সিডিয গাড়ি কিনতে ব্যস্ত,




ইউএই ব্যস্ত রূপ কথার আলাদিন নগরী বানাতে


এই হলো মুসলমানদের অবস্থা।
245617
১৮ জুলাই ২০১৪ রাত ০২:৩৯
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
245640
১৮ জুলাই ২০১৪ রাত ০৪:২৪
সন্ধাতারা লিখেছেন : মহান রাব্বুল আলামীন এসব মুসলিমকে হেদায়ত দান করুণ।
245655
১৮ জুলাই ২০১৪ সকাল ০৫:৩১
আহমদ মুসা লিখেছেন : মিশরের নব্য ফেরাউন জেনারেল ছ্যাই ছ্যাই হচ্ছে ইয়াহুদী নারীর গর্ভে জন্ম নেয়া একজন চদ্মবেশী পাক্কা ইয়াহুদী। সে মিশরীয় সেনাবাহিনীতে দীর্ঘদিন জায়নবাদী ইয়াহুদীদের চর হিসেবে ইস্রাইলের এসাইনমেন্ট নিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে সফলতার সাথে মুনাফিকিতে ঈমানদারীর সাথেই আঞ্জাম দিয়ে আসছিল। আরব বসন্তের জোয়ারে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের ফলে অবস্থা বুঝে সম্ভাবনাময়ী ইখওয়ানুল মুসলিমিন এবং ড. মুরসির সাথে গনিষ্ঠতা ও সখ্যতা গড়ে তোলার অভিনয় করে চরম ধোকা দিতে সফল হয়। এই মুনাফিক ইয়াহুদীর বাচ্চার ধোকায় আক্রান্ত হয়ে আজ মিশরের জনগনের জীবন যাত্রায় সীমাহীন জিল্লতীর কারণ হয়ে দাড়িয়ে আছে।
অপরদিকে সৌদি ভোগবিলাসপ্রিয় নাফরমান রাজা বাদশারা স্বগৌষিত তথাকথিত হাদেমুল হারামাইনের মোহর কপালে লাগিয়ে আল্লাহ প্রদত্ব খনিজ সম্পদ তথা গোটা দুনিয়ার মুসলমানদের হক কুক্ষিগত করে ইয়াহুদী নাসাদের নিয়ে আমোদ ফুর্তিতে মাতোয়ারায় রয়েছে। জাজিরাতুল আরবের খনিজ সম্পদের প্রতি সারা পৃথিবীর মুসলমানদের হক রয়েছে। কিন্তু আজ এসব নাফরমান গাদ্দার মোনাফিক রাজা বাদশারা পশ্চিমা নাসারা এবং জায়নবাদী ইয়াহুদীদের নিয়ে ভোগ বিলাসে মত্ব রয়েছে। অপরদিকে পৃথিবীরে দিকে দিকে মুসলমানরা না খেয়ে অভূক্ত থেকে চরম দারিদ্রসীমার নীচে অবস্থান করে সীমাহীন আর্থিক বঞ্চনায় দিনাতিপাত করছে।
এ অবস্থায় মুসলমানরা নিজস্ব সকীয়তা, আত্বসচেনতায় বলিয়ান হয়ে দিকে দিকে সজাগ হচ্ছে ইখওয়ানুল মুসলেমিন, হামাস, তালিবান, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী কাফেলার পতাকাতলে। যাদের নেতৃত্বে প্রবল সম্ভবনা রয়েছে ইসলামের রাজনৈতিক উত্থানে পূর্ণ ভূমিকা রাখার। একারণেই বাদশা আব্দুল্লাহ, সিসি, বাশার আল আসাদ, নুরি আল মালিকি, শেখ হাসিনাসহ নাফরমান শাসক গোষ্টী স্বজাতির কাছে কোনঠাশা হয়ে এখন ইয়াহুদী এবং নাসারাদের দিয়ে মুসলিম পূনর্জাগরণকে ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। আজকের ইস্রাইল কর্তৃক ফিসিস্তিনি মুসলমানদের ঠান্ডা মাথায় খুন জড়ানোতে কানে তুলে দিয়ে, চোখে রঙ্গিন চশমা দিয়ে, নাকে রুমাল দিয়ে, মুখে তালা মেরে নিশ্চুপ বসে থাকে। বাংলাদেশে হাসিনা কর্তৃক চরম মানবাধিকার লঙ্গন করে ইসলামপন্থীদের উপর জুলুমের স্টীম রোলার চালালেও মধ্যে প্রচ্যের কোন বিলাসী শাসক সামান্যতম টু শব্দ পর্যন্ত করেনি। একইভাবে ফিলিস্তিনি মুসলমান, কাশ্মিরি মুসলমান, উইগুর মুসলমান, বার্মার মুসলমান, রাশিয়ার মুসলমানদের উপর নিষ্ঠুর কায়দায় গনহত্যা চালালেও তথাকথিত হাদেমুল হারামাইনদের আরামের ঘুমের বেগাত ঘটে না।
245905
১৯ জুলাই ২০১৪ রাত ০২:৫২
আফরা লিখেছেন : বাজলবী লিখেছেন : ওদের কারণে অাজ বিশ্বের মুসলমানরা নির্যাতিত
245907
১৯ জুলাই ২০১৪ রাত ০৩:৪৬
জোবাইর চৌধুরী লিখেছেন : এ দায় যতটুকু না ইয়াহুদীদের তার চাইতে আরো অনেক বেশী আমাদের মুসলমানদের। আমাদের নিজের অনৈক্যের ফল ওরা ভোগ করছে,রাজনৈতিক স্বার্থের জন্যে মাঝখানে ঝড়ে পড়ে কত গুলো নিরাপরাধ তাজা প্রাণ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত প্রাপ্ত হওয়ার তওফিক দান করুন।
১০
245920
১৯ জুলাই ২০১৪ সকাল ০৫:২১
শেখের পোলা লিখেছেন : সঠিক বিশ্লেষণ৷সহমত৷ ধন্যবাদ৷
১১
245965
১৯ জুলাই ২০১৪ সকাল ১১:৪৩
শাহ আলম বাদশা লিখেছেন : কী দুঃখজনক!! নিন্দা ও প্রতিবাদের ভাষা নেই!!
১২
246277
২০ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৬
বুড়া মিয়া লিখেছেন : ভালো বলেছেন।
১৩
246688
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৯
বিদ্যালো১ লিখেছেন : thik ...
১৪
249352
২৯ জুলাই ২০১৪ রাত ০৮:৩৬
নাগরিক লিখেছেন : Saudi Amirs are just nothing but the totttallll stupids.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File