কোথায় মানবতা? কোথায় আরব কন্ঠ? সৌদির এত অস্ত্র কাকে বাঁচানোর জন্যে ? দুই মসজিদের তথাকথিত খাদেম কেন আজ বধির?
লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১৩ জুলাই, ২০১৪, ০৯:৫৮:০২ রাত
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"কেউ কী নেই, আরব অথবা মুসলিম নেতা? কেন উঠে দাঁড়াও না এবং তোমার একটি আঙুল হলেও কেন বাড়িয়ে দিচ্ছ না গণহত্যার শিকার ফিলিস্তিনিদের জন্য? সৃষ্টিকর্তা তোমাকে ধ্বংস করে দিবে। কোথায় এরদোগান, অটোমানের রক্ষাকর্তা? কোথায়- ওয়ালিদ বিন তালহা বিন আব্দেল আজিজ আল সৌদ, কোথায় ফক্স এবং স্কাই নিউজের সহযোগী মালিক? কোথায় আরব জাহানে শাসনকর্তা? আরবের এই খুনের দায় সবাইকে নিতে হবে। কোথায় দুই মসজিদে বন্দি বাদশা আব্দুল্লাহ? কোথায় মিশরের নতুন নাছের জেনারেল সিসি? শ্রদ্ধার সঙ্গে আমি আরব এবং মুসলিম নেতাদের কাছে উপরের এই প্রশ্নগুলোর উত্তর চাই। তাদের বলতে চাই- আপনাদের লজ্জা বলে কী কোনো অনুভূতি আছে? বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে নিজেকে বিচার কর…"
মন্তব্য করতে লগইন করুন