মিশর আবারও হুসনি মোবারকের যুগে-
লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ৩০ মে, ২০১৪, ০৪:০১:৫১ বিকাল
মিশরের মুসলমানেরা ভোট না দিলেও ৯৭% (!) ভোট পেয়ে সিসি প্রেসিডেন্ট হয়ে গেছেন এবং মিশরও ফিরে গেছে হুসনি মুবারকের যুগে। সিসি আগেই ঘোষনা দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে আর ফিরতে পারবে না মুসলিম ব্রাদারহুড। আরব বিশ্ব থেকে ইসলামী আন্দোলন মুছে ফেলতে একযোগে কাজ করছে ইসরাইল ও সৌদি আরব। বিশেষ করে সৌদি আবর এক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করছে। সিসিকে কেবল কোটি কোটি ডলার যোগানই দিচ্ছে না, গোটা আরব বিশ্বে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংঘটন হিসাবে আখ্যা দিয়ে দমন নিপীড়নে কাজ করে যাচ্ছে তারা।
ইসরাইল করছে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে আর সৌদির শাসকেরা করছে বাদশাহী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে। লক্ষ্য অভিন্ন। ইসলামী আন্দোলন নিশ্চিহ্ণ করা। কিন্তু আসলেই কি তাই?
নিউইয়র্ক টাইমসে The Brotherhood Will Be Back শিরোনামে প্রকাশিত এক নিবন্ধে ব্রুকিংস ইন্সটিটিউশনের গবেষক ও লেখক শাদী হামিদ বলছেন ভিন্ন কথা।
এখানে দেখুন।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সংঘাত ই বৃদ্ধিপাবে। কারন যে দলের প্রেসিডেন্ট ৫০% এর বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তার জনসমর্থন নাই বা তাকে পুরাপুরি ধ্বংস করার চিন্তা করাই ভুল।
মন্তব্য করতে লগইন করুন