সমালোচনা

লিখেছেন লিখেছেন মুসাফির আবিদ ০৫ নভেম্বর, ২০১৩, ১২:২৩:২০ রাত

শিরোনাম দেখে নিশ্চয় বুঝে ফেলেছেন!

হ্যাঁ, সমালোচনার কথা বলছি।

"ইহা এমন এক প্রকার জিনিস যাহা পরিবেশন করিতে বেশ অরামদায়ক, তবে হজম করিতে ইহা খুবই পীড়াদায়ক!!!"

তাই এই জিনিস পরিবেশন করার আগে নিজ নিজ পাকস্থলীকে জিজ্ঞেস করা প্রয়োজন যে অন্যের পরিবেশিত এই জিনিস খানা হজম করার যোগ্যতা রাখে কি না??

---- তাইলে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দুনিয়াতে আলোর মুখ দেখার সাহস করিবে না।

তবে নিজ নিজ পাকস্থলীর হজম শক্তি থাকলে এই কর্ম চর্চা করা বেশ সুফলদায়ক। অনেকটা চিরতার রস পান করার মত।

আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি।

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File