আশাহত
লিখেছেন লিখেছেন মুসাফির আবিদ ২৭ অক্টোবর, ২০১৩, ১২:২৮:২০ দুপুর
ছাব্বিশ তারিখের সন্ধ্যাটা ছিল আকাঙ্ক্ষিত,
ছিল আশা-নিরাশার দোলাচলে পূর্ণ!
প্রত্যাশার নিভু নিভু প্রদীপ শিখাটি জ্বালিয়ে রেখে পল পল করে বয়ে চলা সময়...
শুনাবেন কি কোন আশার বাণী, বুক বেধেঁ ছিল আঠারো কোটি হৃদয়।
অবশেষে...
টেবিলের লাল ফোনটি আপয়া হলেও মোবাইল ফোন দু’টি পেরেছিল দু’টি কন্ঠের মিলন ঘটাতে।
তবে হায়, পারে নি দু’টি হৃদয়ের মধ্যে ঐক্যমত পোষণ করাতে।
তাই,
আবার উৎকন্ঠা,
আবারো শংকা।
সবশেষে...
প্রার্থনা করি খোদার তরে
বানাও তাদের ক্যান্ডেল লেডি,
বাংলাদেশ চায় না কোন আয়রন লেডি।
@উৎসর্গঃ প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন