ধর্মীয় রাজনীতির ভয়াবহ দিক- মুসলমানের ধর্মীয় অনুভুতি!
লিখেছেন লিখেছেন জোসনা বিবি ০৩ নভেম্বর, ২০১৩, ০৮:১৮:৪৫ সকাল
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় এই আজকেও শান্তির(!) ধর্ম ইসলাম অনুশারিদের ব্যাপক হামলা ও তাণ্ডবে সংখ্যালঘুদের ৪টি মন্দির, ৪০টি বাড়ি ও বেশ কিছু দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। বিস্তারিত খবরের সূত্র এখানে : Click this link
আজকের এই মুক্ত মিডিয়ার যুগে ধর্মীয় অনুভুতির দোহাই দিয়ে মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করার কোন সুযোগ নেই, বিশেষ করে ধর্ম যখন সক্রিয় ভাবে রাজনীতিতে জরিত। রাজনীতির মাঠে পরস্পর রাজনৈতিক তত্ব-আদর্শের বিরুদ্ধে সমালোচনা, কটাক্ষ, বিদ্রুপ হবেই। বিষয়টি এ ভাবে বুঝতে হবে- আওয়ামী লীগ তার প্রতিপক্ষ বিএনপির সমালোচনা করে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে। তদ্রুপ বিএনপিও সুযোগ বুঝে আওয়ামী লীগ এবং তার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর সমালোচনা করে। বামদের ক্ষেত্রেও একই অবস্থা, রাজনীতির মাঠে বামদের নেতা লেলিন-মাওসেতুং এর গুষ্ঠিও উদ্ধার করা হয়। সুতরাং যারা রাজনীতিতে ইসলাম কে টেনে এনেছেন তার বিপরিতে প্রতিপক্ষের সমালোচনা থাকবে, তাদের নেতা মোহাম্মদের বিরুদ্ধেও প্রতিপক্ষের কটাক্ষ, বিদ্রুপ হজম করতে হবে। অন্যথায়, ইসলামপন্থীদের ধর্মীয় অনুভুতি যদি লম্পটের যৌন অনুভুতির মত উত্তেজ হয় তা হলে কোরান, মোহাম্মদ, ইসলাম..................... কে রাজনীতিতে টেনা না আনাই বুদ্ধিমানের কাজ।
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন