সৌদি সালাফিজমঃ মুসলিম উম্মাহর চোখে এক ধোঁকার নাম!
লিখেছেন লিখেছেন জহির আহমেদ ০৩ নভেম্বর, ২০১৩, ০৯:১৯:১৭ সকাল
বর্তমান সময়ে মুসলিম উম্মাহর এক মারাত্মক ফিতনার নাম মোনাফিক্ব সৌদি সরকারের পৃষ্টপোষকতায় লালিত সৌদি সালাফিরা। সৌদি রাজপরিবারের অনৈসলামিক জীবন,বদমাসি, বিলাসিতা চোখের সামনে হতে দেখলেও সালাফিরা জিবনে এইগুলো নিয়ে একটু টু শব্দও করেননা!
সালাফি গুগল শাইখরা কোরআন সহিহ-হাদিসের কথা শুনান কারন, সহিহ শব্দটি শুনলে কেউ কিছু বলতে পারেনা আর এই দুর্বলতার সুযোগ নিয়ে তরুন প্রজন্মকে ধোঁকায় ফেলে সৌদি রাজপরিবারের দালালি করে যাচ্ছেন। কিন্তূ, যখনই আরব স্প্রিঙের লিডং্যে থাকা মুসলিম ব্রাদারহুড মিশরের সেকুলার সরকারকে ধাক্কা দিল; কম্পনের মাত্রাটা সৌদি সরকারের চোখে রিখটার স্কেলে ৮/৯ এর উপরে দেখাল। তখনি বেরিয়ে আসলো আমাদের সালাফি বন্ধুদের আসল চেহারা। যেখানে ইসলাম প্রতিষ্টায় ব্রাদারহুডের কর্মিরা জান দিচ্ছে তখন উনারা ফতোয়া দিলেন মুসলিম ব্রাদারহুডের কর্মিরা নাকি ফিতনা শুরু করে দিছে। এটা নাকি ঠিক হচ্ছেনা!! তরুন প্রজন্মকে আরো আশ্চর্য করল যখন সৌদি সরকার মিশরের সেকুলার সরকারকে মিলিওন ডলারের সাহায্য ঘোষনা দিল!
সারা বিশ্বে মুসলমানদের উপর এত নির্যাতন দেখে এরা মুসলমানদের পক্ষে একটা কথাও বলেনা! উলটো ইস্রাইল,আমেরিকাকে সাপোর্ট করে। সৌদি প্রিন্স তালাল ৯/১১ এ আমেরিকাকে ১০মিলিওন ডলার সাহায্য প্রদান করে অথচঃ প্রতিবছর আফ্রিকাসহ বিশ্বের অনেক মুসলমান পাথর, মাটি খেয়ে খাদ্যাভাবে মারা যায় এদিকে তাদের কোন ভ্রুক্ষেপই নেই।
সালাফি বন্ধুগণ এসব ক্ষেত্রে চোখের উপর কোন এক অদৃশ্য আবরণ ফেলে রাখেন। ইসলাম বলতে উনাদের কাছে যেন শুধু কবর পুজা না করা,রাফইয়ুল ইয়াদাইন,জোরে আমিন বলা, ইমামদের সমালোচনা ঐ পর্যন্তই!!
অনলাইনে উনাদের অনুসারি অনেক ভাই আছেন পারলে ২/১টা ভীডিও দেখান যেখানে সালাফিরা সৌদি সরকারের অনৈতিকতা নিয়ে কথা বলছেন!!
বিষয়: বিবিধ
২৮১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন