ঘরের রাজনীতি পরের খোঁজে

লিখেছেন লিখেছেন মোসাদ্দেক ০৮ জুলাই, ২০১৪, ০৯:৩৭:২৭ সকাল

ঘরের রাজনীতি পরের খোঁজে

-মোঃ মোসাদ্দেক হোসেন

রাজনী‍তিতে পরের খোঁজে

কূটনৈতিক যোগাযোগ

নির্বাচনের ইস্যু নিয়ে

আলোচনার হয় যোগ।

নির্বাচনের বৈধতাটি

চাইছে সরকারি দল

নির্বাচন চায়, বিএনপি তাই

চাইছে কূটনৈতিক বল।

অন্যদিকে বসে নেই যে‍

বিরোধী দল জাপা

কূটনৈতিকদের নালিশ করে

জামায়াত যেন ক্ষে‍পা।

ক্ষমতাতে থাকতে সবাই

খুজে কূটনৈতিকদের

জনগণের অধিকারটা

হয়েছে যে স্বার্থের।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File