জাগরণ
লিখেছেন লিখেছেন মোসাদ্দেক ০১ নভেম্বর, ২০১৩, ০৭:১৬:০৭ সন্ধ্যা
জাগরণ
মোঃ মোসাদ্দেক হোসেন
পাখির মত আমরা যদি
না উঠি মা জেগে
প্রভাত হবে কেমন করে
বদলে যাবার বেগে।
আধার মুছে স্বপ্নগুলো
মেলে ধরে ডানা
বদলে দিব আলোর পথে
থাকবেনা তো মানা।
কালো ছাঁয়া মুছে দিতে
নিতে হবে শপথ
আলোর মশাল হাতে নিয়ে
গড়তে হবে-ই পথ।
বিষয়: সাহিত্য
১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন