দূষণের তালিকায় বাংলাদেশ চতুর্থ
লিখেছেন লিখেছেন হারানো সুর ১১ মে, ২০১৪, ০৬:৪৪:৪১ সকাল
বিশ্বের শ্রেষ্ঠ ৯১টি দেশের দূষণের তালিকায় বাংলাদেশ চতুর্থস্থানে রয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্প্রতি সংস্থাটির দূষণ পর্যবেক্ষণের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়।
অন্যদিকে বাংলাদেশের তিনটি শহর দূষণের তালিকায় বিশ্বের সেরা ২৫টি শহরের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।
২০১৪ সালে বিশ্বের ৯১ টি দেশের ১৬’শ শহরের বায়ুমন্ডলে বায়ু দূষণ সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
একই প্রতিবেদনে পাকিস্তান কাতারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় ও আফগানিস্তান তৃতীয় স্থানে রয়েছে। ইরান, মিসর, মঙ্গোলিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও বাহরাইন সেরা ১০ দশটি দেশের মধ্যে রয়েছে।
দূষিত সেরা ২৫ টি শহরের মধ্যে নারায়ণগঞ্জের অবস্থান ১৭ , গাজীপুরের অবস্থান ২১ ও ঢাকা রয়েছে ২৩ তম অবস্থানে।
প্রতিবেদনে বায়ুদূষণে সেরা ১০টি শহরের ৬টির মধ্যে দিল্লির অবস্থান প্রথম বলে উল্লেখ করা হয়েছে।এতে আরও বলা হয়েছে, এসব শহরের ৯০ ভাগ মানুষ বায়ু দূষণের ঝুঁকির মধ্যে রয়েছে।হু’র প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে বায়ু দূষণের কারণে এসব শহরে প্রায় তিন কোটি ৭০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।প্রসঙ্গত,বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের ২০১৩ সালের তথ্যের ভিত্তিতে হু বাংলাদেশের এমন অবস্থান নির্ণয় করেছে।
বিষয়: বিবিধ
৭৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব দেখি এশিয়ার দেশ ! অন্য মহাদেশে দূষণ কি খুব কম হয় ?
মন্তব্য করতে লগইন করুন