কল্পনার রঙ্গে আকা
লিখেছেন লিখেছেন শরিফুল ইসলাম শোয়াইব ২৬ অক্টোবর, ২০১৩, ০৬:১০:৫৫ সন্ধ্যা
আজকে সংসদ বসলে যা হতে পারতো....
খালেদা জিয়াঃ মাননীয় স্পীকার, প্রধানমন্ত্রী আমাকে গতকাল ফোন করার কথা বলে আজ্ও করেনি। তিনি সর্বদা মিথ্যা আশ্বাস দেন কেন?
স্পীকারঃ মাননীয় প্রধানমন্ত্রী।
সেখ হাসিনাঃ মাননীয় স্পীকার আমি সুরঞ্জিত সেনকে পাঠিয়ে ছিলাম রিচার্জ কার্ড কিনতে। কিন্তু দুঃখের বিষয় তিনি নিখোজ। তাই ফোন করতে পারিনি।
স্পীকারঃ মাননীয় সংসদ আসিফা আশরাফি পাপিয়া।
পাপিয়াঃ মাননীয় স্পীকার সেখ হাসিনা যা বললেন তা ভুয়া। তিনি তত্ববধায়ক সরকার নিয়ে আবার খেলা শুরু করেছেন।
স্পীকারঃ মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু।
ইনুঃ মাননীয় স্পীকার আমি জানতে পেরেছি সুরুঞ্জিত সেনের উপর হামলা হয়েছে। আর সেটা করেছে জামাত শিবিরের লোক। তিনি এখন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে চিকিৎসাধীন আছেন।
স্পীকারঃ এখন আসরের নামাজের জন্য বিশ মিনিট বিরতি।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন