MY FIRST BLOG
লিখেছেন লিখেছেন শরিফুল ইসলাম শোয়াইব ১৫ অক্টোবর, ২০১৩, ১০:০৪:২২ রাত
>>>>>> কোথায় সূখ<<<<<<
ভাবছি বসে আনমনে
হারিয়ে যাব কোন বনে?
যেথায় কোন নেই যে দুঃখ
চারিদিকে শুধুই সূখ।
.
সূখ কি শুধু তুমিই পাবে,
আমি পাবনা?
যতই তুমি দাওগো ব্যাথা
ভুলে যাবনা।
.
টাকায় বল কাজে বল
কোথাও সূখ নাই।
তোমার কথা পরলে মনে
কোথায় যেন হারাই।
.
হেথায় খুজি সেথায় খুজি
কোথায় পাব সূখ?
একা একা ভাবলে পরে
কেপে ওঠে বুক।
>>>শরিফুল ইসলাম শোয়াইব<<<
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন