ধর্ষণ ও পরকীয়া!!
লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ০৬ নভেম্বর, ২০১৭, ০৮:৪৪:১৯ রাত
ধর্ষণের মহামারী,অনৈতিকতায় নিমজ্জিত গোটা জনপদ,পরিত্রানে বাংলার ইসলামী চিন্তাবিদ আল্লামা ও শায়খুল মাশায়েখদের ভূমিকা কি স্বপ্রনোদিতভাবে জানার ব্যকুল আগ্রহ প্রকাশ করছি।।জাতীর দুর্যোগে তারা নিরব কেন,অনেক নারীবাদী আজ পরকীয়ার মতো ব্যভিচার কে বৈধ ভাবে,এতে ফতোয়াবিদদের কোন ফতোয়া আসছেনা কেন,ফতোয়া কি শুধু জামায়াতের বিরুদ্ধে প্রযোজ্য।বাস্তবতায় তথাকথিতো আলেমরা জামায়াত ও শিবিরে বিরুদ্ধে ফতোয়া দেয়াকে ভাইটাল জব মনে করে,এতে ধনও মিলে মনও মিলে।সঠিক অনুধাবন করুন,নিজ বিবেককে প্রশ্ন করুন,ইলম গোপন করার কারনে মাবুদের আদালতে অপরাধী হতে চলেছেন,ভয় করুন বিচার দিবসকে,যেদিন নিজ অঙ্গপ্রতঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে।যেদিন ক্ষমতার চেয়ার আপনার বিপক্ষে চলে যাবে আর বলবে এই চেয়ারের অপব্যবহার করা হয়েছে,এই চেয়ারে বসে খুন গুম ও জুলুমের নির্দেশনা প্রদান করা হয়েছে,সেদিন পরিত্রান পাইবানা।
ধন্যবাদ।
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন