সমকালীন সমাচার ও একটি বাস্তবতা।
লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ২৫ মে, ২০১৬, ০৯:১৬:২০ সকাল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।প্রিয় বন্ধুবর গন আশা করি আল্লাহর জমিনে আল্লাহর অশেষ মেহেরবানী ও দয়ায় জীবিত আছেন আর এই জমিনে জীবিত থাকাই আলহামদুলিল্লাহ্ অনেক ভালো।শিক্ষক শ্যামল কান্তির ফাসির দাবিতে হেফাজত ইসলামের ৭২ঘন্টার আল্টিমেটাম হয়তো শেষ হয়েছে,হেফাজত নেতারা সাংসদ কে তাদের রিয়েল হিরোতে পরিণত করেছেন,খুব ভালো আমি মন্দ চোখে দেখছিনা।আমার মনে সর্বদা সংশয় কাজ করে হেফাজতের আইডিওলজি নিয়ে,আসলে কি চায় তারা,নাম হেফাজতে ইসলাম,আবার কখনো ইসলাম বিদ্ধেসী নাস্তিক্যবাদ শক্তি তাদের ফ্রেন্ড হয়ে যায়,উনারা নাকি মদরসাতে অনুদান দেয়।আর তাতেই তাদের ৃদয়ের ক্ষত শুকিয়ে যায়।হেফাজত আল্টিমেটাম দিয়েছিল এরপর নাকি তারা দেশ অচল করে দিবে,বাস্তবতা বড় কঠিন আবেগে আল্লাহু আকবার বলা সহজ কিন্তু ঈমানী শক্তিতে আল্লাহু আকবর বলা ততো সহজ নয়।যারা নিজেদের হেফাজত করিতে সক্ষম নহে তাহারা অন্যের হেফাজতে কতটুকু পারফেক্ট।নিজেরাই আজ অচল সেখানে সচলের বক্তব্য অবাস্তবতা।শিক্ষক শ্যামল বাবু ক্ষমার অযোগ্য অপরাধ করেছে,সে নিজেই ভুল বুঝতে পেরে বুদ্ধিমতার সাথে কান ধরে মাপ চেয়ে নিচে উপস্থিত সবাই মাপ করে দিয়েছে।শ্যামল বাবুর ব্যথায় ব্যথিত হয়ে অনেক ই কান ধরে ক্ষমা চেয়েছে অনেকটা উৎসবের মতো,কিন্তু কিছু মাদ্রাসার মেসাবরাও তাদের ছাত্রদের নিয়ে কানধরেছে এর মানে কি,শ্যামল কান্তি আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আর আপনারা ও কান ধরে সমর্থন প্রদান করিলেন,আসলেও আপনারা সেইজন,নাস্তিকবাদ ও আপনারা নামধারীদের মধ্যে কোন প্রার্থক্য রহিলোনা।আপনারাই আলেম নামের জাহেল।।।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভক্তবাবু নাকি গেইম খেলতে শুরু করে দিয়েছেন
কেউ একজন শিক্ষকের অপমানে কান ধরতে বলেছে, আর সবাই বুঝে না বুঝে কান ধরা শুরু করল, এটা তো কান্ডজ্ঞান সম্পন্ন মানুষের কাজ নয়।
আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন