ছেলের প্রতি হযরত লোকমান আঃ এর উপদেশ!
লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ১২ অক্টোবর, ২০১৪, ০৭:০৩:২৩ সকাল
হযরত লোকমান (আ তার আপন
ছেলেকে দেওয়া উপদেশ___
.
___বেটা !তুমি এত মিষ্ট হইও
না যে,মানুষ
তোমাকে গিলিয়া ফেলে।
আর এত
তিক্ত হইও
না যে মানুষ তোমাকে থুথুর
মতো ফেলিয়া দেয়___
.
___বেটা !যখন পেট
ভরা থাকে,তখন
খাইও না।
পেট ভরা অবস্থায় খাওয়ার
চাইতে কুকুরকে দিয়া দেওয়া ভালো___
.
___বেটা !নিজের
খানা আল্লাহ্ভীরু
লোকদের
ব্যতীত কাহাকেও খাওয়াইও
না।আর
নিজের
কাজে আলেমগনের নিকট
হইতে পরার্মশ
লইতে থাকিও___
.
___বেটা !মূর্খের সহিত বন্ধুত্ব
করিও না।এমন
না হয় তাহার মূর্খতাসুলভ
কথাবার্তা তোমার
ভালো লাগিত আরম্ভ করে।আর
জ্ঞানী লোকের সহিত
শত্রুতা করিও
না।এমন
না হয় যে,সে তোমার দিক
হইতে মুখ
ফিরাইয়া রাখে___
.
___বেটা !তুমি যেদিন
হইতে দুনিয়াতে আসিয়াছ,প্রতিদি
ন
আখেরাতের
নিকটবর্তী হইতেছ___
.
___বেটা !কর্জ
হইতে নিজেকে হেফাজাত
রাখিও।কেননা ইহা দিনের
বেলায়
অপমান
এবং রাত্রিতে দুশ্চিন্তা___
.
___বেটা !তুমি মোরগের
চাইতে বেশী অক্ষম
হইও না।সে তো শেষ
রাত্রিতে জাগিয়া চিৎকার
শুরু
করিয়া দেয়,আর
তুমি নিজের বিছানায়
পড়িয়া ঘুমাইতে থাকো___
.
___বেটা ! গুরুত্ব
সহকারে জানাযায়
শরীক হইও
এবং অহেতুক অনুষ্ঠানাদি শরীক
হওয়া হইতে বাঁচিয়া থাকিও___
বিষয়: বিবিধ
৩২৮০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একজন আদর্শ পিতার বাস্তব প্রতিচ্ছবি ছিলেন হযরত লোকমান আঃ, তার অমীয় কথা-মালা সর্বযুগে সমান ভাবে প্রযোজ্য।
মন্তব্য করতে লগইন করুন