ঈদ মোবারক
লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ০৮ অক্টোবর, ২০১৪, ০৯:৫৪:৫৫ সকাল
***ঈদ মোবারক***প্রিয় বন্ধুবর
সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ
উল আজহার মোবারকবাদ
শুভেচ্ছা।।এবারের ঈদের শপথ
হোক মুসলিম বিশ্বের
একতা ভাতৃত্ব ও ঐক্য!শপথ হোক
দ্বীপ্ত ঈমান ও
দেশপ্রেমে বলিয়ান হবার,শপথ
হোক ইসলামী রেনেসাঁর
যুগে ফিরে যাবার,শপথ হোক
ইসলামী খেলাফত আল
কোরআনের আলোকে জীবন ও
রাষ্টগঠনের।শপথ হোক মানব
রচিত গনতন্ত্রের সংবিধান
ফেলে দিয়ে মহাগ্রন্থ আল
কোরাআনকে সংবিধান
হিসেবে গ্রহন করার।।
আবারো সবাইকে পবিত্র ঈদের
শুভেচ্ছা জানাচ্ছি,অনাবিল
হাসিঁ খুশিতে কাটুক ঈদের
প্রতিটি মুহুর্ত ও
আগামী ভবিষ্যত।আসুন
দেশকে ভালবাসি দেশের
মানুষকে ভালবাসি,দেশপ্রেম
ঈমানের অন্যতম অঙ্গ।।আসুন মহান
মালিক আল্লাহর
নিকটে আত্মসমর্পন
করি ফরিয়াদ
জানাই,হে মহাপ্রতিপালক
মাবুদ আমরা তোমার অধম
গোলাম গোনার পরিমান
অপরিসীম তুমি রহমান
পরমদাতা দয়ালু তুমার
সিপথি নাম রহমান এর
দিকে তাকিয়ে আমাদের
ক্ষমা করে দাও।হে মালিক
তুমি যদি আমাদের
ক্ষমা করে দাও তুমার কোন
শান কমবেনা,তুমার
কাছে আশ্রয়
প্রার্থনা করছি মাবুদ
তুমি আমাদের আশ্রয় দাও।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন